বিশেষ প্রতিনিধি ঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাটলাই নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে দু লাখ টাকার চটা জাল আটক ও ৪০ কেজি বিভিন্ন প্রজাতির পোনা মাছ জব্দ করেন উপজেলা সহকারী কমিশন ভূমি আলাউদ্দিন।পরে পোনা মাছ গুলো নদীতেই অবমুক্ত করা হয়। মঙ্গলবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আলাউদ্দিন এ অভিযান পরিচালনা করেন।
জানাযায় উপজেলার পাটলাই নদীতে দীর্ঘদিন দিন ধরে জেলেরা নদীতে চলাচলে বাধা দিয়ে বিভিন্ন প্রজাতির পোনা মাছ ধরছিল। সন্ধ্যার পরে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে পাটলাই নদীতে জেলেদের চটা জাল দিয়ে ধরা বিভিন্ন প্রজাতির পোনা মাছ জব্দ করে।যার আনুমানিক ওজন ৪০ কেজি।এসময় দুটি চটা জাল জব্দ করা হয় যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা।পরে ঘটনাস্থলেই পাটলাই নদীতেই মাছ গুলো অবমুক্ত করা হয়। এ সময় পুলিশ ও আনসার সদস্য এবংস্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর উপজেলা সহকারী কমিশন(ভূমি) আলাউদ্দিন বলেন,আশা করি পোনাগুলো আরো কিছুটা বড় হবে আর আমাদের আমিষের চাহিদা মিটিয়ে উদগ্র ক্ষুধাকে পরবর্তীতে কিছু মাত্রায় হলেও প্রশমিত করবে। এছাড়াও সরকারের নির্দেশনা অমান্য কারীদের কঠোর ভাবে দমন করা হবে।কোন অন্যায়কে ছাড় দেওয়া হবে না। আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।
কমেন্ট করুন