৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সংবাদ শিরোনামঃ
সুনামগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন আ.ফ.ম আনোয়ার হোসেন খান, পিপিএম আওয়ামীলীগের রাজনীতি করা এ দেশের তৌহিদি ছাত্রজনতা আর মেনে নিবে না সুনামগঞ্জের গণসমাবেশে …..মাওলানা মামুনুল হক যাদুকাটা নদীর পাড় রক্ষায় মতবিনিময় সভা তাহিরপুর থানার ওসি মাইনুদ্দিনকে  প্রত্যাহারের দাবীতে সুনামগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্রদের মানববন্ধন দুর্বৃত্তদের বাঁধায় যাদুকাটা বালুমহালে রয়্যালটি আদায় বন্ধ দেশজুড়ে শিক্ষার্থীদের সড়ক সংস্কার, পরিচ্ছন্নতা ও বাজার মনিটরিং পদত্যাগ করলেন ভিসি ফরিদ মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা,র‍্যালী ও পুরস্কার বিতরণ। তিন দফা বন্যার কবলে সুনামগঞ্জ, জনদুর্ভোগ চরমে।  পুলিশ ও সাংবাদিকদের কাজ অভিন্ন, জনগণের সেবা করাই মূল লক্ষ্য- সুনামগঞ্জের নবাগত পুলিশ সুপার।  প্রবল বেগে ঢুকছে ঢলের পানি, তাহিরপুরে আবারো বন্যা একজন উকিল মুন্সি এলাকার অবকাঠামো উন্নয়নে কাজ করে আওয়ামীলীগ সরকার – জাহাঙ্গীর কবির নানক তাহিরপুরে আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি রনজিত সরকার সুনামগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে পূর্ব তেঘরিয়া বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ।  বিশ্বম্ভরপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করছেন এমপি ড. মোহাম্মদ সাদিক অগ্রিম ঈদের শুভেচ্ছা জানালেন তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন। প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৫ম পর্যায়ের ২য় ধাপে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষ্যে প্রেস ব্রিফিং সুনামগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান পদে চপল পুনরায় জয়ী। 
পরীমণি যখন ফিরবে তার ভুল থেকে শিক্ষাও নেবে-শাকিব খান

পরীমণি যখন ফিরবে তার ভুল থেকে শিক্ষাও নেবে-শাকিব খান

বিনোদন প্রতিবেদক- কয়েকদিন ধরে অভিনেত্রী পরীমণিসহ চলচ্চিত্র অঙ্গনের বিচ্ছিন্ন কিছু ঘটনা এবং চলচ্চিত্র শিল্পী সমিতির বিতর্কিত আচরণে ইন্ডাস্ট্রিতে কাজের পরিবেশ নষ্ট হচ্ছে বলে মনে করছেন সময়ের জনপ্রিয় সুপারস্টার শাকিব খান। তিনি নিজের সামাজিক মাধ্যম ফেসবুকে এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে লিখেছেন।
তিনি ফেসবুকের এক স্ট্যাটাসে লেখেন,‘খেয়াল করছিলাম, অপেক্ষাও করছিলাম।প্রত্যাশা ছিল,বিপরীতে বেড়েছে উদ্বেগ-উৎকণ্ঠা। গত কয়েকদিন আইনশৃঙ্খলা বাহিনির হেফাজতে থেকে শুক্রবার আদালতের নির্দেশে পরীমণিকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।
সহকর্মী হিসেবে যতদূর জানি পরীমণি বাবা-মা হীন। তার বেড়ে ওঠা পারিবারিকভাবে আর পাঁচটা তরুণ-তরুণীর বেড়ে ওঠা, স্ট্রাগলে যথেষ্ট পার্থক্য আছে। হয়তো সঠিক দিকনির্দেশনার অভাবে পরীমণি অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি।
১০ আগস্ট আদালত চত্বরে পরীমণির শতবর্ষী নানা তার নাতনিকে দেখতে ছুটে গিয়েছিলেন। করোনার এই ভয়াবহতাও আটকাতে পারেনি তার বৃদ্ধ নানাকে, রক্তকে উপেক্ষা করতে পারেনি রক্ত। কিন্তু সময় কি নিষ্ঠুর! পরীমণির সঙ্গে নাকি দেখাই হলো না বৃদ্ধ নানার। আদালত চত্বরেই পরীমনির নানাকে বলতে শুনেছি, ‘পরীমণি নিজের জন্য জীবনে কিছুই করেনি। সব মানুষের জন্য দান করে গেছে। এখন পরিস্থিতির শিকার হয়েছে।’
তিনি আরো লিখেছেন,‘পরীমণির মামলা এখন বিচারাধীন। ওই বিষয়ে কিছু বলছি না। সে যে মামলায় গ্রেফতার হয়েছে, তার কী অপরাধ সেটা বিশ্লেষণে যাচ্ছি না। দেশের প্রচলিত আইন আদালতের প্রতি শ্রদ্ধা রয়েছে। নিশ্চয়ই নিরপেক্ষ তদন্ত শেষে সঠিক বিচার হবে। কিন্তু তার আগে পরীমণির জীবন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যেভাবে তাকে কাঠগড়ায় তোলা হচ্ছে,এটা সত্যি দুঃখজনক।

আরও দুঃখজনক ঘটনা হচ্ছে, কয়েকদিন ধরে খেয়াল করছি শুধু অভিযোগের ভিত্তিতে পরীমণি গ্রেফেতারের পর তার প্রতি কোনো ধরনের সহযোগিতার হাত না বাড়িয়ে, দুঃসময়ে শিল্পীর পাশে না থেকে উল্টো তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি। মুহূর্তে পরীমণির সদস্যপদ স্থগিত করা হয়েছে! এ যেন কাঁটা ঘায়ে নুনের ছিঁটে!’

‘সমিতির এ আচরণ সত্যিই খুব রহস্যজনক। বিষয়টি নিয়ে বিবেকবান অনেক সিনিয়র জুনিয়র শিল্পী ও সংস্কৃতিকর্মীদের আক্ষেপ রয়েছে। শিল্পীর সাথে সংগঠনের এটি একটি অমানবিক আচরণ। প্রশ্ন থেকে যায়, এখনকার চলচ্চিত্র শিল্পী সমিতি তাহলে কাদের স্বার্থে?
বিগত দিনেও একাধিক সিনিয়র শিল্পী এর চেয়েও ভয়ঙ্কর অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। কিন্তু তখনকার শিল্পী সমিতি অভিযুক্ত সদস্যের সদস্যপদ স্থগিত করেনি। বরং পাশে ছিল, রাস্তায় নেমেছিল। কিন্তু এখনকার শিল্পী সমিতির এসব আচরণ বিতর্কিত। আবারও বোঝা গেল, এই শিল্পী সমিতি সবাইকে এক করতে পারেনি, বরং বিচ্ছিন্ন করেছে। বিভেদ তৈরি করে ইন্ডাস্ট্রিতে কাজের পরিবেশ নষ্ট করেছে। হয়তো এজন্য চলচ্চিত্রের আজ এ দুর্দশা’- যোগ করেন শাকিব।
তিনি আরও লিখেছেন,‘এমনিতেই নানা কারণে সিনেমা আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। তার মধ্যে এমন পরিস্থিতি তৈরি হলে সামনে আরও ঘোর বিপদ। যারা পরীমণিকে বিপথে নিয়ে গেছে, তাদেরও খুঁজে বের করা উচিত। পরীমণি ৩০টির বেশি সিনেমার সাথে জড়িত বলে জানতে পেরেছি। তার হাতে আছে আরও বেশকিছু সিনেমা। কিন্তু যারা বছরের পর বছর একটি সিনেমায়ও কাজ না করে দিনের পর দিন শিল্পী সাইনবোর্ড ব্যবহার করে বিলাসবহুল জীবনযাপন করছে তাদেরও আয়ের উৎসও খুঁজে বের করা উচিত।
সহশিল্পী হিসেবে আশা রাখি,পরীমণির ক্ষেত্রে আইন তার স্বকীয়তা বজায় রাখবে।পরীমণি যখন ফিরবে তার ভুল থেকে শিক্ষাও নেবে। যে শিক্ষা তার আগামী জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।’
প্রসঙ্গত,পরীমণির বিপরীতে শাকিব খান‘আরো ভালোবাসবো তোমায়’ ছবিতে অভিনয় করেছেন। এ ছবিটি পরিচালনা করেন এস এ হক অলিক। এছাড়া শফিক হাসানের ‘ধূমকেতু’ সিনেমায়ও জুটি হয়েছেন শাকিব-পরীমণি।

শেয়ার করুন

কমেন্ট করুন





পুরাতন খবর খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

আজকের দিন-তারিখ

  • সোমবার (রাত ১২:৪০)
  • ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)