সুনামগঞ্জ প্রতিনিধি ; নিরাপদ সড়ক কার্যকরে সকলের সমন্বিত ভাবেই কাজ করতে হবে। কাউকে প্রতিপক্ষ ভাবলে চলবে না। যানবাহনেরমালিক শ্রমিক পথচারী ট্রাফিক বিভাগ, জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন, পৌরসভা সহ অন্যান্য নেতৃবৃন্দের ও ভূমিকা রাখতে হবে।
সোমবার (১১ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে নিরাপদ সড়ক চাই আন্দোলন নিসচা সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে এক গোল টেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
নিসচা সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোশাহিদ আলম তালুকদার মহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর শামসুল আলম, ইউএনবি”র জেলা প্রতিনিধি অরুণ চক্রবর্তী, দৈনিক জালালাবাদের জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, নিসচা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ফোয়াদ মনি তালুকদার, দুর্ঘটনা বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, নিসচা জেলা শাখার সিনিয়র সদস্য আপ্তাব উদ্দিন, মানিক মিয়া, সাগর আহমেদ, নূর হোসেন পরান, হানিফ উল্লাহ প্রমুখ ।
টেবিল বৈঠকে নিসচা সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোশাহিদ আলম মহিম তালুকদার বলেন, আমরা দীর্ঘ দিন ধরে সড়কে সচেতনতা মূলক কাজ করে যাচ্ছি। আমাদের একটাই লক্ষ্য সড়কে যাতে আর কোনও প্রাণ ঝড়ে না যায়। আমরা কারো প্রতিপক্ষ নই সবার সাথে মিলে মিশে কাজ করতে চাই। যাতে করে সড়ক দুর্ঘটনা শুন্যের কোঠায় নেমে আসে
কমেন্ট করুন