লতিফুর রহমান রাজু,সুনামগঞ্জ:
ধর্মপাশা উপজেলার মুক্তারপুর ও মামুদনগর গ্রামের মধ্যবর্তী ধানকুনিয়া হাওরের একটি ফসলরক্ষা বাঁধে অ্যাক্সেভেটর দিয়ে মাটি ফেলে বাঁধ পুনঃনির্মাণ ও মেরামত কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে প্রধান অতিথি হিসেবে এই কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও পর্যবেক্ষণ কমিটির সভাপতি ইউএনও মো.মুনতাসির হাসান। এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেদুয়ানুল হালিম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল ইসলাম, এলজিইডির উপজেলা প্রকৌশলী আরিফ উল্লাহ খান, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী ও উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন এবং পর্যবেক্ষণ কমিটির সদস্য সচিব মো. ইমরান হোসেন , উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি নাদিম কবীর, ফসলরক্ষা বাঁধের কাজের প্রকল্প বাস্তবায়ন কমিটির ( পিআইসি) কমিটির সভাপতি একতার হোসেন, সদস্য সচিব মো.আব্দুল আজিজ প্রমুখ।
কমেন্ট করুন