সাইফ উল্লাহ,স্টাফ রিপোর্টারঃ-
সুনামগঞ্জের ধর্মপাশায় গত বুধবার রাত সাড়ে আটটায় বিয়ে বাড়িতে বিদু্ৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত উসমান খাঁর বাড়ি উপজেলার সদর ইউনিয়নের রাধানগর গ্রামে।
নিহতের পরিবার সুত্র জানা যায়, শুক্রবার উসমানের ভাতিজির বিয়ের দিন ধার্য ছিল। বাড়িকে আলোকিত রাখতে ভাড়া করে আনা হয়েছে জেনারেটর। সন্ধ্যায় সেই জেনারেটর ও পল্লীবিদ্যুতের সংযোগ থেকে ঘরের বারান্দায়, বাড়ির উঠানে জ্বালানো হয় বৈদ্যুতিক বাতি। কিন্তু ঘরের বারান্দায় একটি বাতি না জ্বলায় কনের চাচা উসমান খাঁ নিজেই বৈদ্যুতিক ত্রুটি সাড়াতে গিয়ে জেনারেটরের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় উসমান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ধর্মপাশা থানার ওসি মো. খালেদ চৌধুরী জানান,এ ব্যাপারে কেউ থানায় কোনো অভিযোগ করেনি।
কমেন্ট করুন