সাইফ উল্লাহ,স্টাফ রিপোর্টার ঃ-
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে। বুধবার সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বর্ধিত সভা অনুষ্টিত হয়।
বর্ধিত সভায় সভাপতিত্ব করেন,ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস এর সঞ্চালনায়,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম,জেলা আওয়ামীলীগের নেতা এড.আব্দুল করিম, জেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এড.আলী আমজাদ,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী সহ আওয়ামীলীগের নেতৃবৃন্ধ।
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, আসুন সবাই মিলে আওয়ামীলীগের দলীয় পতাকার ঐক্য বদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে সুখী সমৃদ্বী দেশে অংশ গ্রহণ করি।
তিনি আরো বলেন ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগ ঐক্য বদ্ধ।আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দল যাকে মনোনয়ন দিবে, আমরা সবাই মিলে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করে যাব।অবশ্যই যোগ্য ব্যক্তির হাতে নৌকা তুলে দিবেন নেতৃবৃন্দ।যাতে করে বিজয় সুনিশ্চিত হয়।তিনি সকলকে দলের পক্ষে কাজ করার জন্য সবাইকে আহবান করেন।
কমেন্ট করুন