সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরের দুর্গম এলাকা বড়গোপ টিলায় ক্ষুদ্র নৃগোষ্ঠি, পর্যটক ও স্থানীয় জনগণের জন্য আব্দর রহিম মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে সুপেয় পানির গভীর নলকূপ উদ্ভোদন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বড়গোপ টিলার নলকূপের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির।
এসময় উপস্থিত ছিলেন, সুপার স্টার গ্রুপের এমডি হারুন অর রশিদ, জৈষ্ঠ ব্যবস্থাপক সাইদুল ইসলাম, বিভাগীয় ব্যবস্থাপক মো. হাসানুজ্জামান চৌধুরী, উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুক মিয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বড়গোপ টিলার বাসিন্দাদের এতোদিন নিরাপদ পানির ব্যবস্থা ছিলো না। এতে স্থানীয় বাসিন্দা সহ পর্যটকেরা বিপাকে পড়তেন।তাই টিলার উপরে সাবমারসিবল পাম্পের ব্যবস্থা করা হয়েছে। এতে পানির সংকট কিছুটা কমবে। পরবর্তীতে আরও পাম্পের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বক্তারা।
কমেন্ট করুন