মোশাহিদ আহমদ, দিরাই :: চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য সুনামগঞ্জের দিরাই উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে নির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০২ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের গনমিলনায়তন হলে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলার ৯টি ইউনিয়নের ১০৮টি সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে নবনির্বাচিত জনপ্রতিনিধিরা শপথ নেন। শপথ বাক্য পাঠ করান দিরাই উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন। শপথ গ্রহণ পূর্ব আলোচনায় ইউএনও’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি এডভোকেট সোহেল আহমেদ, পৌর মেয়র বিশ্বজিৎ রায়, সহকারী ভূমি কমিশনার (ভূমি) অরুপ রতন সিংহ, ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলম প্রমুখ।
কমেন্ট করুন