ডেস্ক রিপোর্টঃ- তাহিরপুর মেঘালয়ের পাদস্থিত হযরত শাহ আরেফিন(রহঃ)আস্থানা পরিদর্শন করলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল ও উপজেলা নির্বাহি অফিসার জনাব রায়হান কবীর।শনিবার বিকালে আস্থানা পরিদর্শন কালে আস্থানার সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন আস্থানার সদস্য সচিব সাংবাদিক আলম সাব্বির।
পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার জনাব রায়হান কবীর বলেন,করোনাকালী সময়ে শত ব্যস্ততার জন্য এদিকে সময় দেওয়া হয় নাই। এখন থেকে এ প্রতিষ্টানের উন্নয়নে সর্বাত্বক প্রচেষ্টা করা হবে।পরিদর্শনের শেষ মুহুর্তে যুক্ত হন বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সফর উদ্দিন,ধনপুর ইউপি চেয়ারম্যান হযরত আলী সুহেল।
এছাড়াও সে সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা প্রকৌশলী ইকবাল কবীর, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার,লাউড়েরগড় বাজার বনিক সমিতির সম্পাদক রহিস মিয়া।পরে স্থানীয় আস্থানা পরিচালনা কমিটির সদস্যও ভলান্টিয়ার সদস্যগনও স্থানীয় গন্যমান্যদের সাথে মত বিনিময় শেষে আস্থানা কমিটির আথিতিয়তা গ্রহন করেন তারা।
কমেন্ট করুন