সীমান্ত প্রতিনিধি তাহিরপুর ঃ
রোববার ২৮ বর্ডার গার্ড ব্যাাটালিয়ন সুনামগঞ্জের তাহিরপুরের লাউরগড় বিওপির বিজিবির টহল দল চোরাচালানের মাধ্যমে ভারত থেকে এপারে আসা প্রায় দুই লাখ মূল্যের পশুর চালানটি আটক করে।
ব্যাটালিয়নের মিডিয়া সেল এই তথ্য নিশ্চিত করে জানায়, জেলার তাহিরপুরের উত্তর বড়দল ইউনিয়নের সীমান্তবর্তী বারেকের টিলার উপর দিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে গবাদি পশুর (৬টি গরু) নিয়ে আসার পথে ব্যাটালিয়নের লাউরগড় বিওপির বিজিবির টহল দল চালানাটি আটক করে।
তবে গবাদি পশুর চালান আটক করতে সক্ষম হলেও বিজিবি চোরাচালানে জড়িত কাউকে আটক করতে পারেনি
কমেন্ট করুন