তাসনোভা আলম মিম,সীমান্ত প্রতিনিধি
গত ১৬ জুন হতে অতি বর্ষণের ফলে সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা বন্যার পানিতে প্লাবিত হয়। উক্ত পরিস্থিতিতে বন্যার্তদের মাঝে ত্রাণ তৎপরতার অংশ হিসেবে অদ্য ০২ জুলাই অধিনায়ক, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর নির্দেশনায় তাহির পুর উপজেলা সহ
সুনামগঞ্জ সদর উপজেলার ওয়াসখালী বাজার, বঙ্গবন্ধু গুচ্ছগ্রাম ও টুকের গ্রাম এলাকার বন্যা কবলিত ১৭০টি পরিবার তাহিরপুর বালিয়াঘাটা বিওপির অধীনস্থ ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চলের লালঘাট,পশ্চিম লাকমা ও দুধেরআওতা গ্রামের বন্যা কবলিত ৮০টি পরিবারসহ মোট ২৫০টি পরিবার (১০০০ জন) এর মাঝে ত্রাণ সামগ্রী এবং ২০০ বোতল বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লে, কর্নেল মো: মাহবুবুর রহমান বলেন বানভাসী মানুষ জনের উদ্ধার কার্যক্রম থেকে শুরু করে
বন্যার্তদের ত্রান-সহায়তায় ও পাশে রয়েছে বিজিবি। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
কমেন্ট করুন