গত ৯ জানুয়ারি, ২০২৩ তারিখ তাহিরপুর উপজেলার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন এবং উপজেলা পর্যায়ে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা,তাহিরপুর উপজেলাধীন পর্যটন শিল্প উন্নয়নে সমন্বয় সাধন ও তদারকি সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির হিসেনে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন এর মাধ্যমে তাহিরপুর উপজেলায় সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৭০% সরকারি ভর্তুকির অধীনে চাষাবাদের জন্য কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।
সমাজসেবা কার্যালয় এর আওতায় বিকল্প কর্মসূচি সৃজনের অংশ হিসেবে হাওয়াই মিঠা বানানোর যন্ত্র বিতরণ করন তিনি।
সেই সাথে বিআরডিবি এর আর্থিক সহায়তায় চেক বিতরণ ও আনোয়ারপুরে বালিজুরি ইউনিয়ন পরিষদ চত্ত্বরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানেও অংশ গ্রহন করেন তিনি। এছাড়াও বিভাগীয় কমিশনার উপজেলা ভূমি অফিস,তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়, বালিজুরি ইউনিয়ন পরিষদ পরিদর্শন সহ তাহিরপুর উপজেলার হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার সাথে উপস্থিত ছিলেন দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী,জেলা প্রশাসক, সুনামগঞ্জ, সুপ্রভাত চাকমা,উপজেলা নির্বাহী অফিসার তাহিরপুর সহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ এবং পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।(প্রেস বিজ্ঞপ্তি)
কমেন্ট করুন