ডেস্ক রিপোর্ট ঃ- তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে ১৬ নভেম্বর ২০২১ তারিখে সুনামগঞ্জ এর সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় পরিবেশ অধিদপ্তর, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সমন্বয়ে অবৈধভাবে বালি উত্তোলন ও নদীর পাড়কাটা বন্ধকরণে যাদুকাটা নদীতে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার জyনাব রায়হান কবির এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ইজারার নির্ধারিত সীমানার বাইরে হতে বালু উত্তোলন এবং সেভ মেশিন ব্যবহার করে বালি উত্তোলন করার অভিযোগে মোট ১০টি মামলায় ১৬ জন অভিযুক্ত ব্যক্তিকে মোট ৮ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া আরো ২টি মামলায় নদীর অনুনোমোদিত স্থান হতে বালি উত্তোলনের অভিযোগে ০২ জন ব্যক্তির প্রত্যেককে ১ লক্ষ টাকা করে মোট ২ লক্ষ টাক জরিমানা আরোপ ও ৩ মাসের কারাদণ্ড এবং জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরো ২০ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।সেই সাথে সেভ মেশিনগুলো বিনষ্ট করা হয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রায়হান কবির জানান পরিবেশ ও নদী রক্ষায় সুযোগ্য জেলা প্রশাসক, সুনামগঞ্জ মহোদয়ের নির্দেশনায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কমেন্ট করুন