সোহেল আহমদ সাজু,স্টাফ রিপোর্টারঃ-
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা সদরে তাহিরপুর বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজে আজ ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে ‘স্মারক বৃক্ষ’ রোপণ করার হয়।
এতে উল্লেখ করা হয়েছে, দিবসটি উপলক্ষ্যে মাউশি’র আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট অফিসের বিশেষ স্থানে এই ‘স্মারক বৃক্ষ’ রোপণ করতে হবে।
এই ‘স্মারক বৃক্ষ’ রোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রায়হান কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ ইয়াহিয়া তালুকদার, এম.এ. জাহের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃগোলাম মোর্শেদ প্রমূখ।
কমেন্ট করুন