কামাল হোসেন, স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত দলীয় চেয়ারম্যান প্রার্থীর নৌকা নিশিত করা লক্ষ্যে ওই ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে কর্মীসভায় আজ (১৫ ডিসেম্বর বুধবার ) সন্ধ্যায় মানিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে ৪ নং ওয়াড আওয়ামী লীগ সভাপতিবমোঃ ওয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আলী আহমদের সঞ্চালনায় কর্মীসভায় প্রথমে কুরআন তেলাওয়াত করেন ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি নেকবর আলী কর্মীসভায় এ সময় প্রধান অতিথি হিসেবে রাখেন উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম কিবরিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক হাজী আবু সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারিক, আব্দুল মান্নান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, কোষাধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, কৃষকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসেনে বেগম, বড়দল উত্তর ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি নানু মিয়া, ৪নং ওয়ার্ড আ,মী লীগের সাধারণ সম্পাদক সুরুজ মিয়া, ৫নং ওয়াড আওয়ামী লীগ সভাপতি বাবুল মিয়া, মাহারাম গ্রামে মুরুব্বি ডাঃ নুরুল ইসলাম,বড়দল উত্তর ইউনিয়ন যুবলীগ সহ সভাপতি আব্দুল হামিদ,৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
কর্মীসভায় বিশেষ অতিথি আবুল কালাম আজাদ বক্তব্যের প্রথমেই তিনি সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন।পরে তিনি এই ইউনিয়নের উন্নয়নের জন্য সকলের প্রতি অনুরোধ ও আহবান জানান আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার দেয়া নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থীকে ভোট দিয়ে দলীয় চেয়ারম্যান নির্বাচীত করার।আওয়ামী লীগ সরকার আমলে আওয়ামী লীগের চেয়ারম্যান নির্বাচীত করলে এই ইউনিয়নের রাস্তাঘাট সহ সবকিছুই উন্নয়ন হবে। বঙ্গবন্ধুর কন্যা মাদার অপ হিউম্যানিটি দেশরত্ন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই এ দেশ এখন উন্নয়নশী দেশ হিসেবে সারা বিশ্বের পরিচিতি লাভ করেছে। আওয়ামী লীগ আমলেই আমাদের রাস্তাঘাট, ব্রিজ সহ বিভিন্নভাবে উন্নয়ন হয়েছে। তাই এই উন্নয়নের ধরা অব্যাহত রাখতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে যেই নৌকা প্রতীক নিয়ে আসবে তাকেই আমরা চেয়ারম্যান হিসেবে নির্বাচীত করে এই ইউনিয়নের উন্নয়নের ধরা অব্যাহত রাখবো। তাই এখান থেকেই আমরা হাতে হাত রেখে ওয়াদা বদ্ধ হই নৌকায় ভোট দিয়ে নৌকাকে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ।
কমেন্ট করুন