কামাল হোসেন, স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত দলীয় প্রার্থী হয়ে নৌকা প্রতীক নিয়ে আগামী স্থানীয় সরকার (ইউনিয়ন) নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীকে নির্বাচীত করার লক্ষ্যে উত্তর বড়দল ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ২নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে আজ (১৪ ডিসেম্বর মঙ্গলবার) সন্ধ্যায় ৬ টায় আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বুরুজ মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিনের সঞ্চালনায় কর্মীসভায় প্রথমে কুরআন তেলাওয়াত করেন মওলানা তাজুল ইসলাম মুখশেদপুরী কর্মীসভায় এ সময় প্রধান অতিথি হিসেবে রাখেন উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম কিবরিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক হাজী আবু সাঈদ, দপ্তর সম্পাদক আবুল কাশেম, সদস্য নিজাম উদ্দিন, শহিদ মিয়া, আব্দুর রশিদ, ২ ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি জজ মিয়া, সিনিয়র সহ সভাপতি মোখলেস মিয়া,রেনু মিয়া,সদস্য সোনা মিয়া, আহাদ মিয়া, উত্তর বড়দল ইউনিয়ন কৃষকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম উজ্জ্বল,৯ নং আওয়ামী লীগ ওয়ার্ডের সভাপতি জহিরুল ইসলাম, ৪ নং ওয়াডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ মিয়া প্রমুখ।
কর্মীসভায় বিশেষ অতিথি আবুল কালাম আজাদ বলেন, আওয়ামী লীগ সরকার দেশের আপামরসাধারণের সরকার। বঙ্গবন্ধুর কন্যা মাদার অপ হিউম্যানিটি দেশরত্ন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই এ দেশ এখন উন্নয়নশী দেশ হিসেবে সারা বিশ্বের পরিচিতি লাভ করেছে। আওয়ামী লীগ আমলেই আমাদের রাস্তাঘাট, ব্রিজ সহ বিভিন্নভাবে উন্নয়ন হয়েছে। তাই এই উন্নয়নের ধরা অব্যাহত রাখতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে যেই নৌকা প্রতীক নিয়ে আসবে তাকেই আমরা চেয়ারম্যান হিসেবে নির্বাচীত করে এই ইউনিয়নের উন্নয়নের ধরা অব্যাহত রাখবো। তাই এখান থেকেই আমরা হাতে হাত রেখে ওয়াদা বদ্ধ হই নৌকায় ভোট দিয়ে নৌকাকে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ।
কমেন্ট করুন