শওকত হাসান, তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ-
তাহিরপুরে কমিউনিটি পুলিশিং ডে/২০২১ উপলক্ষে আলোচনা সভা অনু্ষ্টিত হয়।
শনিবার(৩০অক্টোবর) সকাল ১০টায় “মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রতি” এই শ্লোগানকে সামনে রেখে তাহিরপুর থানা কম্পাউন্ডে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল লতিফ তরফদারের সভাপতিত্বে তাহিরপুর থানার এসআই জহিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী মোশারফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, এখলাছুর রহমান তারা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা সেলিম আখঞ্জি, উপজলা পূজা পরিষদ সভাপতি সুবাস পুরকায়স্থ, তাহিরপুর বাজার জামে মসজিদের ঈমাম মাও. দ্বীন ইসলাম আজাদী, উজান তাহিরপুর জামে মসজিদের ঈমাম মাও. ছাবিতুর রহমান, তাহিরপুর বাজার বণিক সমিতির সভাপতি আবিকুল ইসলাম, সাংবাদিক শওকত হাসান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আশ্রাউল জামান ইমন, সাধারন সম্পাদক সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মনিরাজ শাহ, সেলিম মিয়া, মিয়া হোসেন প্রমূখ। সভায় বক্তারা বলেন, এলাকায় মাদক ব্যবসা ও বিভিন্ন অপকর্মের সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশনকে সহযোগীতা করবে এলাকার সচেতন জনগন তবেই অপরাধ নির্মূল হবে।
কমেন্ট করুন