শওকত হাসান,তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি:- প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে তাহিরপুর উপজেলা যুবলীগের আয়োজনে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মঙ্গলবার (২৮সেপ্টেম্বর) সকালে থেকে তাহিরপুর উপজেলায় একটি আনন্দ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় উপজেলা যুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন রিপন, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি সাজিদুর রহমান, উত্তর বড়দল ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুক মিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার, যুবলীগ নেতা মিল্লাদ হোসেন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, তাহিরপুর সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবু সামা, সহ সভাপতি শওকত হাসান, সাংগঠনিক সম্পাদক অনির্বাণ দাস, যুবলীগ নেতা তোফাজ্জল হোসেন রাসেল, সোহেল তালুকদার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জয় রায়, বাদাঘাট ইউনিয়ন যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এমাদ হোসেন জয় সহ উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ। সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
কমেন্ট করুন