১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই শাবান, ১৪৪৬ হিজরি

সংবাদ শিরোনামঃ
সুনামগঞ্জে  কৃষি ঋণ মেলা ও প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ  অনুষ্ঠিত। তাহিরপুর উপজেলার বৃহৎ বাদাঘাট বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন তাহিরপুরে ইউএনও’র পদক্ষেপে ৫টি হাওর জলাবদ্ধতা থেকে রক্ষা পেলো সুনামগঞ্জের হাওরে নতুন বছরের স্বপ্ন: পরিষ্কার নদী,পরিচ্ছন্ন আকাশ ও নবায়নযোগ্য শক্তি” শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয় পরিদর্শন তাহিরপুর চোরাচালানের গডফাদার রফ মিয়া আটক সুনামগঞ্জে এক যুবক গুলিবিদ্ধের ঘটনায় পৌরসভার মেয়রসহ ৫জনের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ বিশ্বম্ভরপুরে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্টিত বিশ্বম্ভরপুর এফআইভিডিবি’র বিএইচএ প্রকল্পের অবহিতকরণ সভা সুনামগঞ্জে জনতা ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন সুনামগঞ্জ বিজিবির অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য আটক সুনামগঞ্জের শাল্লা উপজেলার ফসল রক্ষা বাঁধের কাজ নিয়ে অনৈতিক অভিযোগের কারণে  স্থগিত পিআইসি গঠন কার্যক্রম।  বিশ্বম্ভরপুরে উপজেলা যুব ফোরামের র‍্যালী ও মানববন্ধন বিশ্বম্ভরপুরে বেগম রোকেয়া দিবস পালিত বিভিন্ন কর্মসূচিতে বিশ্বম্ভরপুরে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস ব্যারিস্টার মইনুল হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে প্রায় সব প্রস্তুতি শেষ হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশ্বম্ভরপুরে জলবায়ু পরিবর্তন ও জেন্ডার বিষয়ক প্রশিক্ষণ সুনামগঞ্জে গানে গানে বাউল কামালের ১২৩ তম জন্মবার্ষিকী পালিত আগ্নেয়াস্ত্র সহ তাহিরপুর সীমান্তে ৩ যুবক আটক
তাহিরপুর উপজেলার বৃহৎ বাদাঘাট বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন

তাহিরপুর উপজেলার বৃহৎ বাদাঘাট বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন

সভাপতি, নজরুল ইসলাম শিকদার, সাধারণ সম্পাদক, হারুন অর রশীদ

তাহিরপুর উপজেলার বৃহৎ বাদাঘাট বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বাদাঘাট রহমানিয়া আওয়ামী দাখিল মাদ্রাসায় ভোট গ্রহণ করা হয়।

নির্বাচনে সভাপতি  নির্বাচিত হয়েছেন মো. নজরুল ইসলাম সিকদার। তিনি ঘোড়া প্রতীকে ভোট পেয়েছেন ২৬৭ ভোট। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন হারুন অর রশিদ। তিনি বৈদ্যুতিক পাখা প্রতীকে পেয়েছেন ২৬৮ ভোট। সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আব্দুর রউফ। তিনি সিএনজি প্রতীক নিয়ে পেয়েছেন ৭০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি ইসলাম উদ্দিন কলস প্রতীকে পেয়েছেন ২৫৪ ভোট। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মোখলেছুর রহমান। তিনি দোয়াত- কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৪৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি শহিদুল ইসলাম দেওয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৪০৭ ভোট।

রাত সাড়ে ৮টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন বাদাঘাট বণিক সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী। এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসেম, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন।

নির্বাচনে বাদাঘাট দাখিল আওয়ামী মাদ্রাসার ভোট কেন্দ্রের ৪ টি বুথে ১ জন প্রিসাইডিং, ৪ জন সহকারী, ৮ জন পুলিং এজেন্ট ভোট গ্রহণ করেন। নিরাপত্তার দায়িত্ব পালন করেন ৩০ জন পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী। এ বাজারে মোট ভোটার সংখ্যা ১২২৯ জন । এখানে সভাপতি পদে ৭ জন, সহ- সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৮ জন এবং কোষাধক্ষ পদে ৩ জন সহ মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন। এখানে সভাপতি পদে প্রতিদ্বন্ধিতা করেছেন মো. আজিজুর রহমান (ছাতা), মো. আব্দুল গণি (ঈগল) মো. আবুল হোসেন (চাকা), মো. আমির শাহ (চেয়ার), মো. নজরুল ইসলাম সিকদার (ঘোড়া), মো. রুহুল আমিন (আনারস), সেলিম হায়দার (মোটরসাইকেল)। সহ-সভাপতি পদে প্রতিদ্বন্ধিতা করেছেন, আব্দুর রউফ (সিএনজি), ইসলাম উদ্দিন (কলসি), ফারুক মিয়া (টিউবওয়েল)। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করেছেন, মো. আবুল কালাম(হেলিকপ্টার), কাজী আবুল ফজল (আম), ওবায়দুর রহমান শাওন (মোরগ), শেখ শফিকুল ইসলাম ( তালাচাবি), শাহিন মিয়া ( ফুটবল), সাইফুল ইসলাম (বাইসাইকেল), মো. সিরাজ মিয়া (মাছ), হারুন অর রশিদ (বৈদ্যুতিক পাখা)।
কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্ধিতা করেছেন, মুখলেছুর রহমান(দোয়াত কলম) রবিউল আওয়াল (ডাব) শহিদুল ইসলাম (দেওয়াল ঘড়ি)।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল হাসেম ভোট কেন্দ্র পরিদর্শন করতে এসে বলেন, উৎসব মুখর পরিবেশে সুষ্ঠ ও সুন্দর ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোন অপ্রিতিকর ঘটনা ছাড়া সুন্দর ভাবে নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন করায় বাজারের ভোটার, প্রার্থী সহ নির্বাচন কমিশনের সবাইকে ধন্যবাদ জানান।

বাদাঘাট বাজার বণিক সমিতির প্রধান নির্বাচন  কমিশনার, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান মো. জুনাব বলেন, সকাল ৯ টা থেকে  ও উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তিনি বাজারবাসী সহ নিয়োজিত  আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান।

শেয়ার করুন

কমেন্ট করুন





পুরাতন খবর খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭