স্টাফ রিপোর্ট তাহিরপুরঃ-
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও বৃত্তি প্রদান করেন’ বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যার ৭টার সময় উপজেলার ট্যাকেরঘাট পরিদর্শন বাংলোয় উপজেলা
প্রশাসনের আয়োজনে,বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা “পার্বত্য চট্টগ্রাম ব্যতীত” শীর্ষক কর্মসূচির আওতায়, ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী ভুক্ত শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও বৃত্তি প্রদান করা হয়।এসময় বিভাগীয় কমিশনার নিজ হাতে ৪৫জন শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করেন এবং ৫জন ছাত্রীকে ৫টি বাইসাইকেল প্রদান করা হয় ।১ম শ্রেণী-৫ম শ্রেনীর শিক্ষার্থীদের ১২মাসের এক কালীন ২৪০০টাকা প্রদান করে।এমন শিক্ষার্থীর সংখ্যা ছিল ৩০ জন।৬ষ্ট শ্রেনী-১০ম শ্রেনীর শিক্ষার্থীরা ৫০০× ১২ মাসের এক কালীন পেয়েছেন ৬হাজার টাকাএমন শিক্ষার্থীদের সংখ্যা ছিল ১৫জন।বিতরণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নির্বাহী কর্মকর্তা রায়হান কবির এর সভাপতিত্বে, উপজাতি দানেশ মারাক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন।আদিবাসীর পক্ষে বক্তব্য রাখেন, আদিবাসী ফোরামের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক এন্ড্রু সলমার।এসময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিসেট্রটের আলা উদ্দিন, সাধারণ সম্পাদক উত্তর বড়দল ইউনিয়নের মহিলা সদস্য সুষমা জ্বাম্বল, প্রহেলিকা মানকিং, দিলীপ হাইজং, দানিয়াল ম্রং, রুপন রাকসাম, ও শিক্ষার্থীগন সহ তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।আলোচনার পূর্বেই, নৃ -তাত্ত্বিক সম্প্রদায়ের মাতৃভাষায় গান গেয়ে ফুল দিয়ে অভ্যর্থনা জানান প্রধান অতিথিকে। পরে হাজং সম্প্রদায়ের শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করেন।
কমেন্ট করুন