তাহিরপুরে ৪ আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান আটক।


admin. প্রকাশের সময় : জুন ২৪, ২০২৫, ৬:২৩ অপরাহ্ণ /
তাহিরপুরে ৪ আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান আটক।

তাহিরপুর(সুনামগঞ্জ)সংবাদদাতা
তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইউনুস আলীকে গ্রেফতার করেছে পুলিশ। ইউনুস আলী উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের সাদেরখলা গ্রামের আব্দুর রহমানের ছেলে এবং আওয়ামী লীগের বহিষ্কারকৃত নেতা।মঙ্গলবার বিকালে ইউনিয়ন পরিষদ সংলগ্ন কাউকান্দি বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ইউপি চেয়ারম্যানের ছোট ভাই জিল্লুর রহমান জানান, তার ভাই নিজ বাড়ি থেকে সিলেট যাওয়ার পথে কাউকান্দি বাজার থেকে তাকে গ্রেফতার করে নিয়ে গেছে পুলিশ ।

তাহিরপুর থানার ওসি মো. দেলেয়োর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ৪ আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা করা হয়েছে।এছাড়া গত ১৯ জুলাই সিলেট নগরীর দরগাগেইট এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনার সময়ও সরাসরি জড়িত থাকার অভিযোগে ২৬ আগস্ট সিলেটের অতিরিক্ত চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সিলেট  মহানগরীর কাজিটুলা

এলাকার মাহবুব হোসাইন ৮৬ জনের নামোল্লেখ করে অজ্ঞাত নামা ৪০০/৫০০ জনকে আসামি করা হয়।মামলা দায়ের করেন।অভিযুক্ত চেয়ারম্যান ইউনুছ আলীর মামলার প্রসঙ্গে নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, আমি ২০২২ সালে আওয়ামীলীগ এর দলীয় পদ থেকে পদত্যাগ করি। আওয়ামীলীগের সাথে অঅমার কোন সম্পর্ক্ষ নেই।

শেয়ার করুন