শওকত হাসান, তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ-
তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের আলমখালি খালের পূর্ব পাশে ঘোলাঘাট হাওরে আনুমানিক (৫০) বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে তাহিরপুর থানা পুলিশ।
বুধবার(৩ নভেম্বর) সন্ধ্যায় ঘোলাঘাট হাওরে স্থানীয় জেলেরা মাছ ধরতে গেলে হঠাৎ অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পান। পরে স্থানীয়রা এক পর্যায়ে থানা পুলিশকে খবর দেয়।
তখন খবর পেয়ে এসআই নাজমুল হক থানা ফোর্স নিয়ে ঘটনাস্থল হতে রাত ৮টার সময় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেন।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল লতিফ বলেন, স্থানীয় লোকজন মারফত খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে এবং লাশ উদ্ধার করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।
কমেন্ট করুন