১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

সংবাদ শিরোনামঃ
সুনামগঞ্জের হাওরে নতুন বছরের স্বপ্ন: পরিষ্কার নদী,পরিচ্ছন্ন আকাশ ও নবায়নযোগ্য শক্তি” শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয় পরিদর্শন তাহিরপুর চোরাচালানের গডফাদার রফ মিয়া আটক সুনামগঞ্জে এক যুবক গুলিবিদ্ধের ঘটনায় পৌরসভার মেয়রসহ ৫জনের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ বিশ্বম্ভরপুরে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্টিত বিশ্বম্ভরপুর এফআইভিডিবি’র বিএইচএ প্রকল্পের অবহিতকরণ সভা সুনামগঞ্জে জনতা ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন সুনামগঞ্জ বিজিবির অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য আটক সুনামগঞ্জের শাল্লা উপজেলার ফসল রক্ষা বাঁধের কাজ নিয়ে অনৈতিক অভিযোগের কারণে  স্থগিত পিআইসি গঠন কার্যক্রম।  বিশ্বম্ভরপুরে উপজেলা যুব ফোরামের র‍্যালী ও মানববন্ধন বিশ্বম্ভরপুরে বেগম রোকেয়া দিবস পালিত বিভিন্ন কর্মসূচিতে বিশ্বম্ভরপুরে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস ব্যারিস্টার মইনুল হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে প্রায় সব প্রস্তুতি শেষ হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশ্বম্ভরপুরে জলবায়ু পরিবর্তন ও জেন্ডার বিষয়ক প্রশিক্ষণ সুনামগঞ্জে গানে গানে বাউল কামালের ১২৩ তম জন্মবার্ষিকী পালিত আগ্নেয়াস্ত্র সহ তাহিরপুর সীমান্তে ৩ যুবক আটক সুনামগঞ্জে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৭২ তরুণ-তরুণী  হাওরে অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ , ৫ জেলে আটক সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
তাহিরপুরে সংবাদকর্মীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের।

তাহিরপুরে সংবাদকর্মীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের।

লাউড় ডেস্ক ঃ- জেলার তাহিরপুর উপজেলায় জাতীয় দৈনিক লাল সবুজের দেশ প্রত্রিকার তাহিরপুর উপজেলা প্রতিনিধি ও তাহিরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু জাহান তালুকদারের উপর পরিকল্পিতভাবে স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপের হামলা ও মারধরের ঘটনায় তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের নতুন বাজার এলাকায়। সাংবাদিকের উপর এমন নেক্কারজনক হামলার ঘটনায় তাহিরপুর উপজেলা কর্মরত সাংবাদিকরা তীব্র নিন্দা জানানো সহ অচিরেই সাংবাদিক আবু জাহানের উপর হামলার সাথে জড়িত আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তার প্রতি জোর দাবি জানিয়েছে।

বুধবার বিকালে বালিয়াঘাট গ্রামের মৃত আঃ মতিনের ছেলে ওমর আলী(২৪), ইসলাম পুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে আঃ হামিদ(২৫), সালমান মিয়া(২৭) কামরুলের ছেলে হ্নদয় মিয়া(২২)এবং অমৃতপুর গ্রামের মৃত আইন বাবুর ছেলে কিবরিয়া(২৬) ও শাহ জালালের ছেলে ইমরান মিয়া(২৬) ওই ৭ জনের নাম উল্লেখ করে ও ২/৩ জনকে অজ্ঞাত রেখে আহত সাংবাদিক আবু জাহান তালুকদার নিজে বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

আহত সাংবাদিক আবু জাহান ও থানা পুলিশ সূত্রে জানাযায়, গতকাল ২৬ এপ্রিল সুনামগঞ্জ জেলা সেচ্ছসেবক লীগ এর সহ সভাপতি আবুল খায়ের এর দাওয়াতে তার অফিসে ইফতার শেষে সাংবাদিক আবু জাহান নিজ বাড়ি শ্রীপুর যাওয়ার জন্য অফিস থেকে বের হওয়া মাত্রই অফিসের সামনেই পূর্ব থেকে উৎপেতে থাকা স্থানীয় সংঘবদ্ধ ওই বখাটে সন্ত্রাসী ওমর আলী, আঃ হামিদ, সালমান মিয়া, হ্নদয় মিয়া, এবং কিবরিয়া ও ইমরান মিয়া সহ ১০/১২ জনের একটি গ্রুপ সাংবাদিক আবু জাহানকে ঘেরাও করিয়া অশালীন ও অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এ সময় আবু জাহান কেন গালিগালাজ করছে জানতে চাইলে সন্ত্রাসীর উত্তেজিত হয়ে আবু জাহানের হাত পা ও মুখ চেপে ধরে নতুন বাজারের পূর্ব পাশে খোলা মাঠে নিয়ে গিয়ে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় সাংবাদিক আবু জাহানের চিৎকারে আশপাশে থাকা লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকে আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে তাহিরপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তী করে। পরে আজ ২৭ এপ্রিল বুধবার সন্ধ্যায় তাহিরপুর থানায় নিজেই বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

এর সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার বলেন, অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্তপূর্বক আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন

কমেন্ট করুন





পুরাতন খবর খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১