শওকত হাসান,তাহিরপুর প্রতিনিধি:-
তাহিরপুর বাজারের বিভিন্ন দোকান থেকে প্রায় লক্ষাধিক টাকার কারেন্টের জাল জব্দ করে বৌলাই নদীর পাড়ে প্রকাশ্যে আগুনে পুড়ানো হয়েছে।
বুধবার (২২সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিনের নেতৃত্বে বিশেষ অভিযানে ৭৬কেজি কারেন্ট জাল জব্দ করেন।
আগুনে পুড়ানো কারেন্ট জালের বর্তমান বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন তাহিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সারোয়ার হোসেন।
তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন জানান, কারেন্ট জাল জব্দ করার সময় দোকানীদের ঘটনাস্থলে পাওয়া যায়নি।
কমেন্ট করুন