শওকত হাসান, তাহিরপুর (সুনামগঞ্জ):
তাহিরপুরে রাজনৈতিক দলের বিভিন্ন নারী কমিটি এবং অপরাজিতাদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এনজিও সংস্থার প্রিপ ট্রাস্ট এর সহযোগীতায় ‘অপরাজিতা নারী ক্ষমতায়ন প্রকল্প’ এর উদ্যোগে বুধবার সকাল ১১টায় উপজেলা বঙ্গবন্ধু কর্নারে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী ফোরামের সভাপতি খালেদা বেগমের সভাপতিত্বে প্রিপ ট্রাস্ট এর সুনামগঞ্জ জেলা প্রোগ্রাম সমন্বয়কারী নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রিপ ট্রাস্ট এর ক্যাপাসিটি বিল্ডিং কো-অর্ডিনেটর জনাব আব্দুর রাজ্জাক, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আইরিন আক্তার , সাংবাদিক শওকত হাসান প্রমূখ।
এসময় রাজনৈতিক দলের বিভিন্ন নারী কমিটির ও অপরাজিতাদের মধ্যে মতবিনিময় কালে আওয়ামীলীগ নেত্রী হিসাবে সুফিয়া ইসলাম, বিএনপির রহিমা বেগম, জাতীয় পার্টির সরবুলা বেগম এবং অপরাজিতা নারী নেতৃত্ব দেন মল্লিকা খাতুন । সভা শেষে সভার সভাপতি সমাপনী বক্তব্য দেন এবং সভার সমাপ্তি ঘোষণা করেন।
কমেন্ট করুন