শওকত হাসান,তাহিরপুর প্রতিনিধি :
তাহিরপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় মাসুক মিয়া(২৪) নামে এক পথচারী ব্যক্তি নিহত এবং আহত হয়েছে মোটর সাইকেল চালক।সোমবার (২০সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আনোয়ারপুর বাজারের পশ্চিমের রাস্তায় এ ঘটনা ঘটেছে।
আনোয়ারপুর বাজারের ব্যবসায়ী মিলন তালুকদার বলেন, লোকজন আহত মাসুক মিয়াকে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
নিহত পথচারী মাসুক মিয়া বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের বাসিন্দা রাজা মিয়ার ছেলে। অপর দিকে আহত মোটর সাইকেল চালক শাহরিন মিয়া(১৮)কে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।
কমেন্ট করুন