তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতাঃ-
তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় গ্রামের এক যুবকের মৃত্যু হয়েছে, তার নাম সুহেল মিয়া(২০)।জানা গেছে মঙ্গলবার দুপুরে লাউড়েরগড় গ্রামের হাবি মিয়ার ছেলে সুহেল(২০) সহ ৩ বন্ধু মটর সাইকেল যোগে সুনামগঞ্জ শহরের দিকে ঘুরতে গেলে বিস্বম্ভরপুর উপজেলার চালবন এলাকায় যাওয়ার পর মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সুহেল মিয়ার বামপাশের চোখও মস্তিষ্ক তেতলে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে ঘটনা স্থলেই মৃত্যু বরন করে।পরে নিহত সুহেলের লাশ রাত ৩টায় নিজ বাড়িতে দাফন সম্পন্ন হয়।অপরদিকে মটর সাইকেল চালক একই গ্রামের ইসমাইল এর ছেলে শরিফ মিয়া(২০)গুরুতর আহত হয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে তার পারিবারিক সুত্রে জানা গেছে।
উল্লেখিত বিষয়টি তাহিরপুর ও বিস্বম্ভরপুর থানা পুলিশ কর্তৃপক্ষ অবহিত রয়েছেন বলে তথ্যে জানা গেছে।
কমেন্ট করুন