প্রতিনিধি তাহিরপুর
“নিরাপদ জ্বালানি ও ভোক্তা বান্ধব পৃথিবী” এই প্রতিপাদ্য কে সামনে রেখে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৩ উপলক্ষে কনজুমার রাইট বাংলাদেশ তাহিরপুর উপজেলা শাখা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভোক্তা অধিকার জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা বঙ্গবন্ধু কনফারেন্স হল রোমে এক আলোচনা সভা ও রেলী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রাত চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, ব্যবসায়ী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনায় অংশ নেন কনজুমার রাইট বাংলাদেশ তাহিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সমাজকর্মী আবুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাসান-উদ-দৌলা, সমাজসেবা অফিসার তৌফিক আহমদ, সমবায় অফিসার আশিষ আচার্য্য, ক্যাব সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক লুৎফর রহমান লাকসাম, তাহিরপুর বাজার বণিক সমিতির সভাপতি আবিকুল ইসলাম প্রমূখ।
কমেন্ট করুন