শওকত হাসান, তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ-
তাহিরপুরে তিনটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ১০টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের এলজিএসপি-৩ প্রকল্পের উদ্যোগে তাহিরপুর সদর ইউনিয়নের তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও জাহানারা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ১০টি বাইসাইকেল বিতরণ করা হয়। এলজিএসপি-৩ প্রকল্পের বাস্তবায়নে বাই সাইকেল বিতরনের সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন, তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. জাহিদ কামাল প্রমূখ। তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র গাজীপুর গ্রামের হৃদয় দাস জানায়, বিদ্যালয়ে আসা যাওয়া করতে তাহার নৌকাভাড়া ও অটোরিক্সা বাবদ দৈনিক ৩০ টাকা করে ভাড়া পরিশোধ করতে হতো। এখন বাইসাইকেল পাওয়ায় বিনা টাকায় বিদ্যালয়ে আসা যাওয়া করতে পারবে।
কমেন্ট করুন