তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে মানবিক সহায়তা প্রকল্পের আওতায় অক্সফ্যামের সহায়তায় ঢাকা আহছানিয়া মিশন (ডাম) এর সহযোগিতায় মানবিক সহায়তা বিতরন করা হয়েছে। শনিবার (১২ নভেম্বর ) বেলা ১০টায় সদর ইউনিয়নের ১নং এবং ৩ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামে প্রায় ৮৬০ পরিবারের মধ্যে এই সহায়তা সামগ্রীগুলো বিতরণ করা হয়।বিতরন কৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ২০ কেজি চাল,২ লিটার সয়াবিন তেল,২ কেজি ঢাল,১ কেজি চিড়া, ০.৫ লবন,০.৫ চিনি,১ কেজি মুগঢাল,৪ কেজি সুলার ঢাল,২ টি বালতি,১ টি মঘ,বিশুদ্ধ করন টেবলেট, গোসলের সাবান ৪ টি,গুরাসাবান ১ কেজি,খাওয়ার স্যালাইন ১০ টি,স্যানিটারি পয়াক ১ টি।
বিতরণে উপস্থিত ছিলেন,তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবু করুনা সিন্ধু চৌধুরী বাবুল, সদর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান জনাব জুনাব আলী, সুমন চিসিম প্রকিউরমেন্ট স্পেশালিষ্ট অক্সফ্যাম বাংলাদেশ, ছানোয়ার হোসেন খান পাঠান,প্রজেক্ট ম্যানাজার ঢাকা আহ্ছানিয়া মিশন,রোকন উদ্দিন দপ্তর সম্পাদক তাহিরপুর উপজেলা প্রেসক্লাব, তুজাম্মেল হক নাছরুম প্যানেল চেয়ারম্যান তাহিরপুর সদর ইউনিয়,ইউপি মেম্বার খোকন মিয়া,আকসান মিয়া, লাল মিয়া, শহীদ মিয়া সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব জুনাব আলী বলেন, বন্যায় যেভাবে মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে তা পূরণ করতে হলে সবাইকে পাশে এসে দাঁড়াতে হবে।সদর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে অক্সফাম এবং আহ্ছানিয়া মিশন কে ধন্যবাদ জানাই তারা আমার ইউনিয়নের অনেক মানুষকে সহায়তা করেছে।তাদের কাছে আমার আহব্বান থাকবে আমার ইউনিয়নে অনেকের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে পরবর্তীতে ক্ষতিগ্রস্থ ঘর-বাড়ি মেরামতের জন্য এবং নিরাপদ পনির জন্য পর্ষাপ্ত টিউবওয়েল সহ সাস্থ সম্মত ল্যাট্রিনের ব্যাবস্থা করার জন্য দাবি জানাই।
কমেন্ট করুন