ডেস্ক নিউজঃ-তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দর পাহাড়ি গ্রামের পাশে বাদাম তুলতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন সুন্দর পাহাড়ি নামক একই গ্রামের ৩ শিক্ষার্থী।
পুলিশ ও নিহতদের পরিবার সুত্রে জানাগেছে বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টায় গ্রামের পাশের ( সুন্দর পাহাড়ি) হাওরে বাদাম তুলতে যাওয়া ২২জনের দলে ছিল নিহত শিক্ষার্থীরা। সখের বশে বাদাম তুলতে যাওয়ায় হঠাৎ করে চারদিক অন্ধকারে ডেকে গিয়ে নেমে আসে মুষলধারে বৃষ্টি।
একের পর এক প্রচন্ড বজ্রপাত আঘাত আনতে থাকলে আত্মরক্ষায় বাদাম তুলতে যাওয়া লোকজন হাওরের একটা টিনের চালের নিচে আশ্রয় নেয়। হঠাৎ একটি বজ্রপাত টিনের চালার উপরে পড়লে সাথে সাথে তাওহিদা (১৪),রিপা (১৫)ও আমিরুল(১৩)নামক ৩ শিক্ষার্থীর মৃত্যু ঘটে।
এসকল শিক্ষার্থীগন স্থানীয় প্রাইমারী ও নিম্ন মাধ্যমিক স্কুলের ছাত্র-ছাত্রী বলে জানা গেছে।
বাকি ১০ জনকে এলাকার লোকজন আহত বস্থায় উদ্বার করে তাহিরপুর ও সুনামগঞ্জ হাসপাতালে প্রেরন করেছেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলেশ ঘটনাস্থলে রয়েছে।সারা এলাকার লেকজনের মাঝে শোকের মাতম চলছে। নিহতদের মা বাবা ও স্বজনদের আহাজারিতে স্তব্ধ হয়ে গেছে সামাজিক পরিবেশ।
তাহিরপুর পুলিশ কর্তৃপক্ষ এঘটনাকে খুবই অনাকাঙ্ক্ষিত ও প্রাকৃতিক দুর্যোগেই এ দুর্ঘটনা
বলে মন্তব্য করেছেন। সেই সাথে গভীর ভাবে ব্যতিত হয়েছেন বলেও জানিয়েছেন তারা।
অপর দিকে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবীর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দর পাহাড়ি গ্রামে বজ্রপাতে নিহত ৩ জন শিশুর পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা ও অন্যান্য আহতদের খোঁজ নেন।
তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন সহ জেলা প্রশাসক সুনামগঞ্জ কর্তৃক দেয়া দাফন বাবদ ও অন্যান্য ব্যয় নির্বাহের জন্য নিহতদের প্রতিটি পরিবারের হাতে নগদ ২০,হাজার টাকা করে হস্তান্তর করেন।
কমেন্ট করুন