কামাল হোসেন স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে এক দোয়া মহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৮ সেপ্টেম্বর মঙ্গলবার) সন্ধ্যা ৭ টার সময় বাদাঘাট বাজারের যুবলীগ কার্যালয়ে উত্তর বড়দল ইউনিয়ন যুবলীগের আয়োজনে আলোচনা সভায় যুবলীগ সভাপতি মোঃ মাসুক মিয়ার সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ঝুমুর তালুকদারের সঞ্চালনায় সভায় হাফেজ আতাউর রহমানের কুরআন তেলাওয়াতের শেষে মাদার অপ হিউম্যানিটি বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মহফিল শেষে কেক কাটার মধ্যে দিয়ে তা শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন , সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জাবির আহমেদ জাবেদ, উত্তর বড়দল ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আব্দুল মোতালিব, উত্তর বড়দল ইউনিয়নের ৮ নং ওয়াডের আওয়ামী লীগ সভাপতি খুরশিদ আলম, বড়দল উত্তর ইউনিয়নের শাখাছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা, মাহবুব আলম, রায়হান আহমেদ, সোহাগ মিয়া, রাসেল সিকদার, ফয়সাল, জয়নাল ও জহিরুল ইসলাম প্রমুখ। এ সময় আরও উপস্থিত হাফেজ মওলানা ইয়াহিয়া, মওলানা আমিরুল ইসলাম, মওলানা মোশাররফ হোসেন সহ উক্ত ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও ওলামালীগ সহ আওয়ামীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ।
কমেন্ট করুন