সোহেল আহমদ সাজু,স্টাফ রিপোর্টারঃ-
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা বাদাঘাট ইউনিয়নের নাগরপুর গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানায়, মঙ্গলবার বেলা সাড়ে তিনটার সময় নাগরপুর গ্রামের মোঃ শুক্কুর আলীর মেয়ে আফরুজা আক্তার (১০) বাড়ির সাথে ডুবায় (পুকুরে) ডুবে মারা যায়। খেলাধুলা করার সময় পানিতে পড়ে যায়। পরে ডুবা (পুকুর) থেকে তাকে তুলে বাদাঘাট বাজারে নিয়ে যাওয়া হলে স্থানীয় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ডাক্তার বলেন, শিশুটি আমার কাছে আনার আগেই মারা গেছে। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় এমনটি হয়েছে।
কমেন্ট করুন