৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সংবাদ শিরোনামঃ
ব্যারিস্টার মইনুল হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে প্রায় সব প্রস্তুতি শেষ হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশ্বম্ভরপুরে জলবায়ু পরিবর্তন ও জেন্ডার বিষয়ক প্রশিক্ষণ সুনামগঞ্জে গানে গানে বাউল কামালের ১২৩ তম জন্মবার্ষিকী পালিত আগ্নেয়াস্ত্র সহ তাহিরপুর সীমান্তে ৩ যুবক আটক সুনামগঞ্জে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৭২ তরুণ-তরুণী  হাওরে অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ , ৫ জেলে আটক সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বিচারের নামে অবিচার হয়, নারী কোথাও নিরাপদ নয়” শরীর নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস-২০২৪ অনুষ্ঠিত তাহিরপুরের পাতারগাঁও অবৈধ বাঁধ দিয়ে পানি আটকিয়ে চাদাঁ নেয়ার প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ ও প্রতিবাদ সভা টাংগুয়ার হাওরকে নষ্ট করা যাবে না,অপরিকল্পিত ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও করা যাবে না—-পানি সম্পদ উপদেষ্টা রিজওয়ানা হাসান তাহিরপুর হাওরাঞ্চলে অন্তর্বর্তীকালীন সময় সরকারের দুই উপদেষ্টা তাহিরপুর সদরে পল্লী বিদ্যুৎ সাবস্টেশন স্থাপনের দাবিতে মানববন্ধন টাস্কফোর্সের অভিযানে ১৩৪ বাল্কহেড ও ৮ ড্রেজার জব্দ অবৈধ ভাবে বালু-পাথর উত্তোলন কৃত নৌকা প্রবেশ বন্ধে চলতি নদীর মোহনায় বাশেঁর বেড়া। টাংগুয়ার হাওরে ঘুরতে আসা ব্যাংক কর্মকর্তা পানিতে নিখোঁজের ৫ ঘন্টা পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার। ইউনিয়ন পরিষদ ভেঙ্গে দিলে তৃণমূল পর্যায়ে সেবা বিঘ্নিত হবে   সানেক সাংসদ এম এ মান্নানের জামিন মঞ্জুর
তাহিরপুরে পর্যটকবাহী নৌকা থেকে ৩৪ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ

তাহিরপুরে পর্যটকবাহী নৌকা থেকে ৩৪ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ

লতিফুর রহমান রাজু,সুনামগঞ্জ:
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের দুধের আউটা গ্রামের পাশে পাটলাই নদীর তীরে গতকাল রবিবার রাতে একটি পর্যটকবাহী নৌকা হতে(শহীদুল এর নৌকা ) বুয়েট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে  অধ্যয়ন রত এবং বিভিন্ন জেলার বাসিন্দা,৩৪জন কে তাহিরপুর থানার পুলিশ আটক করেছে। তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন জানান,আমরা গোপন সংবাদের ভিত্তিতে ঐ নৌকায় অভিযান চালাই এবং ৩৪ জনকে আটক করি।তাদের কাছ থেকে কিছু কাগজপত্র, লিফলেট ও মোবাইল পাই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্ত্রাস ও নাশকতার জন্য তারা একত্রিত হয়েছিল বলে প্রতীয়মান হওয়ায় তাঁদের আটক করা হয়। বিস্তারিত আরও তদন্তে বের হবে।
পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ জানান,গত ৩১ জুলাই তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের পাটলাই নদীর তীরে দুধের আউটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে জনৈক শহীদুলের নৌকা থেকে বুয়েট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন রত এবং বিভিন্ন জেলার বাসিন্দা ৩৪ জন কে গ্রেফতার পূর্বক সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ সংশোধনী ২০১৩ এর বিভিন্ন ধারায় এস আই রাশেদুল বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা নং ১৬,তারিখ ৩১,০৭,২০২৩ ।
সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানো,জন সাধারণের জানমালের ক্ষতি সাধন,এর উদ্দেশ্য গোপন ষড়যন্ত্র করার অপরাধে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতার:কৃতরা হলো :-
০১।আফিফ আনোয়ার(২৪),পিতা-আনোয়ারুল হক, মাতা-রেহানা আক্তার,সাং-মান্দারখিল, ইউপি-গিদকালিনদিয়া,থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর বর্তমানে তীতুমির হল, রুম নং-৩০৪, বুয়েট ৪র্থ বর্ষ, ডিপার্টমেন্ট-মেটেরিয়াল্স এন্ড মেটালারজিকাল ইঞ্জিনিয়ারিং,০২। বখতিয়ার নাফিস(২৪), পিতা-আব্দুস সামাদ, মাতা-হালিমা খাতুন, সাং-তক্তারচালা, ইউপি-সখিপুর, থানা-সখিপুর, জেলা-টাঙ্গাইল বর্তমানে তিতুমীর হল, রুম নং-৩০৪, বুয়েট ৪র্থ বর্ষ, ডিপার্টমেন্ট- মেকানিক্যাল, ০৩।মোঃ সাইখ সাদিক(২১), পিতা-মোঃ আলতাফ হোসেন, মাতা-জাকিয়া নাজনীন, সাং-দরিশলই(বিশ্বাস বাড়ী), পোঃ-আড়পাড়া, থানা-শালিখা, ইউপি-শালিখা, জেলা-মাগুরা বর্তমানে কাজী নজরুল ইসলাম হল, রুম নং-৪৩২, বুয়েট ১ম বর্ষ,ডিপার্টমেন্ট-ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ০৪।ইসমাইল ইবনে আজাদ(২১), পিতা-আবুল কালাম আজাদ, মাতা-খাদিজা, সাং পাইকাপাড়া (চৌকিদার বাড়ী), পোঃ-খেরকাটি, থানা-জলঢাকা, জেলা-নীলফামারি বর্তমানে সাং-চাপাইন,ইউপি-সাভার, থানা-সাভার, জেলা-ঢাকা, শেরে বাংলা হল, বুয়েট ১ম বর্ষ, ডিপার্টমেন্ট-নাভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, ০৫। সাব্বির আহম্মেদ(২১), পিতা-সালেহ আহম্মদ, মাতা-শামছুননাহার, সাং-কাছিয়ারা, পৌরসভা, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর বর্তমানে শেরে বাংলা হল, রুম নং-৪০০৯, বুয়েট ১ম বর্ষ, ডিপার্টমেন্ট-নাভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং ০৬। তাজিমুর রাফি(২০), পিতা-মোঃ শওকত আলী, মাতা-তামান্না ইয়াছমিন, সাং-বারাকপুর(শওকত আলীর বাড়ী), পোঃ-সুন্দরঘোনা, থানা-বাগেরহাট, জেলা-বাগেরহাট বর্তমানে সাং-বাসা নং-৪৫/১, থানা-মুগদা, জেলা-ঢাকা, বুয়েট ২য় বর্ষ, ডিপার্টমেন্ট-নাভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, ০৭।মোঃ সাদ আদনান অপি(২২), পিতা-আব্দুল কাইয়ুম, মাতা-সানোয়ার বেগম,সাং-রশিদাররঘোনা (গোলাম কাদের মাষ্টার বাড়ী), পোঃ-চুনতি, থানা-লোহাগাড়া, জেলা-চট্টগ্রাম বর্তমানে ডা. এমএ রশিদ হল, রুম নং-৩০০৫, বুয়েট ৩য় বর্ষ, ডিপার্টমেন্ট-বস্তু ও ধাতব কৌশল, ০৮।মোঃ শামীম আল রাজি(২০), পিতা-মোঃ সেলিম সরকার, মাতা-শাহিদা খাতুন, সাং-পঁচাবহলা, ওয়ার্ড নং-০৭, ইসলামপুর ইউপি, থানা-ইসলামপুর, জেলা-জামালপুর, বর্তমানে আহছান উল্লাহ হল, রুম নং-২১৩, বুয়েট ১ম বর্ষ, ডিপার্টমেন্ট-বস্তু ও ধাতব কৌশল, ০৯। মোঃ আব্দুলাহ আল মুকিত(২৩), পিতা-মোঃ আব্দুল কুদ্দুস, মাতা-লাখি আক্তার বানু, সাং-লোহাচুড়া (আব্দুল কুদ্দুসের বাড়ী), ৯নং ওয়ার্ড, খটেরশ^র, থানা-রানী নগর, জেলা-নঁওগা, বর্তমানে ডা. এমএ রশিদ হল, রুম নং-২০৫, বুয়েট ৩য় বর্ষ, ডিপার্টমেন্ট-যন্ত্র কৌশল, ১০। মোঃ জায়িম সরকার(২১), পিতা-মোঃ ফজলুল হক শাহিন, মাতা-জেসমিন আক্তার, সাং-খোয়ারপাড় (শাহিনের বাড়ী), ওয়ার্ড নং-০৭, পৌরসভা, থানা-শেরপুর সদর, জেলা-শেরপুর বর্তমানে শেরে বাংলা হল, রুম নং-৪০০৯, বুয়েট ১ম বর্ষ, ডিপার্টমেন্ট-শিল্প ও উৎপাদন কৌশলী, ১১। হাইছাম বিন মাহবুব(২৫), পিতা-মোঃ মাহবুবুল হক, মাতা-ফাতেমা বেগম, সাং-ছয়গরিয়া, থানা-ছগলনাইয়া, জেলা-ফেনী বর্তমানে সাং-বাসা নং-০৬/৪ সেগুন বাগিচা, থানা-রমনা, জেলা-ঢাকা, স্মৃতি হল, রুম নং-নাই, বুয়েট মাষ্টার্স ১ম বর্ষ, ডিপার্টমেন্ট-সিভিল ইঞ্জিনিয়ারিং, ১২। মাহমুদুর হাসান(২২), পিতা-নাইমুল হক, মাতা-নাসিফা খাতুন, সাং-জামাদারপাড়া, ওয়ার্ড নং-০৫, বারঘরিয়া ইউপি, থানা-চাপাই সদর, জেলা-চাপাইনবাবগঞ্জ বর্তমানে সোহরোওয়াদ্দি হল, রুম নং-২০০৯, বুয়েট ৩য় বর্ষ, ডিপার্টমেন্ট-যন্ত্র কৌশল, ১৩। খালিদ আম্মার(২১), পিতা-মোঃ ওবায়দুল্লাহ, মাতা-রাজিয়া সুলতানা, সাং-ইটাগাছা, ওয়ার্ড নং-০৭, সাতক্ষীরা সদর ইউপি, থানা-সাতক্ষীরা সদর, জেলা-সাতক্ষীরা বর্তমানে ডা. এমএ রশিদ হল, রুম নং-৩১০, বুয়েট ২য় বর্ষ, ডিপার্টমেন্ট-আইপিই, ১৪। মোঃ ফাহাদুল ইসলাম(২৩), পিতা-মোঃ এন্তাজুল হক, মাতা-জাহানারা বেগম, সাং-হরিপুর(এন্তাজুল হক এর বাড়ী), ইউপি হরিপুর, থানা-পবা, জেলা-রাজশাহী বর্তমানে আহছান উল্লা হল, রুম নং-২১৪, বুয়েট ৩য় বর্ষ, ডিপার্টমেন্ট- ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ১৫। তানভির আরাফাত ফাহিম(২১), পিতা-মোঃ ওমর ফারুক, মাতা-মোছাঃ নুসরাত আফছানা, সাং-জামিরা, ওয়ার্ড নং-০৮, ইউপি বেলপুকুর, থানা-বেলপুকুর, জেলা-রাজশাহী, বর্তমানে সোহরাওয়ার্দী হল, রুম নং-৪০১১, বুয়েট ২য় বর্ষ, ডিপার্টমেন্ট-ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ১৬। এ টি এম আবরার মুহতাদী(২১), পিতা-এ এফ এম আনিছুর রহমান, মাতা-ওয়াহিদা নাছরিন, সাং-২৯/৯, ওয়ার্ড নং-০৭, সাভার পৌরসভা, থানা-সাভার, জেলা-ঢাকা, বুয়েট ২য় বর্ষ, ডিপার্টমেন্ট-ইন্ডাস্টিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ১৭। মোঃ ফয়সাল হাবিব(২০), পিতা-মাছুদুর রহমান, মাতা-ফাতেমা খাতুন, সাং-শিবরামপুর, ওয়ার্ড নং-০৫, পৌরসভা, থানা-পাবনা সদর, জেলা-পাবনা বর্তমানে সোহরাওয়ার্দী হল, রুম নং-৩০০৯, বুয়েট ২য় বর্ষ, ডিপার্টমেন্ট- ইন্ডাস্টিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ১৮। আব্দুল বারি(২৪), পিতা-মতিউর রহমান, মাতা-হসোবতী বেগম, সাং-নয়লাভাঙ্গা, ওয়ার্ড নং-০৭, নয়লাভাঙ্গা ইউপি, থানা-শিবগঞ্জ, জেলা-চাপাইনবাবগঞ্জ, ১৯। আনোয়ারুল্লাহ সিদ্দিকী(২৮), পিতা-সিদ্দিক হেলাল, মাতা-রেজাউন্নেসা, সাং-৫/১ হাজী ফয়েজ উদ্দিন রোড, বয়রা, থানা-খালিশপুর, জেলা-খুলনা বর্তমানে সাং-৫নং পিসি কালচার গেইট, জহুরী মহল্লা, ২৯নং ওয়ার্ড, থানা-মোহাম্মদপুর, জেলা-ঢাকা, বুয়েট ৪র্থ বর্ষ, ডিপার্টমেন্ট- বস্তু ও ধাতব কৌশল বিভাগ, ২০। মোঃ বাকি বিল্লাহ(২৮), পিতা-সেকান্দার আলী, মাতা-রাশেদা বেগম, সাং-কাচনা(সেকান্দার আলীর বাড়ী), থানা-মোল্লাহাট, জেলা-বাগেরহাট বর্তমানে সাং-হাউজিং এস্ট্রেট, ওয়ার্ড নং-১২, থানা-খালিশপুর, জেলা-খুলনা, ২১। মাহাদি হাসান(২৩), পিতা-মিজানুর রহমান, মাতা-ফাতেমা বেগম, সাং-চিকুনীয়া, ওয়ার্ড নং-০৮, ইউপি মুদাফ্ফরগঞ্জ, থানা-লাকসাম, জেলা-কুমিল্লা বর্তমানে ২২। আলী আম্মার মৌয়াজ(২৫), পিতা-এ এম এম মুছা, মাতা-তাছলিমা, সাং-সাদিপুর, ওয়ার্ড নং-০৭, ইউপি সাদিপুর, থানা-সোনারগাঁও, জেলা-নারায়নগঞ্জ বর্তমানে, বুয়েট মাষ্টার্স, ডিপার্টমেন্ট-মেকানিক্যাল, ২৩। টি এম তানভির হোসেন(২৬), সিরাজগঞ্জ।  ২৪৷ রাশেদ রায়হান (২৪),ভোলা। ২৫৷ সাকিব শাহরিয়ার (২৩) বুয়েট, ঢাকা। ২৬৷ ফায়ার উস শেয়ার ( ২৪ ) বুয়েট, নীলফামারী, ২৭৷ আব্দুল রাফি( ২৫) ঢাকা। ২৭৷ আশরাফ আলী ,চট্টগ্রাম। ২৮৷ মাহমুদ হাসান ( ২৫) কুষ্টিয়া।  ৩০৷ এহসানুল হক(  ২৪ ) ঢাকা। ৩১৷ মাইন উদ্দিন ( ২৪ ) চট্টগ্রাম। ৩২৷ রাইয়ান আহমেদ সাজিদ(  ১৭ ) টাঙ্গাইল।  ৩৩৷ তানিমুল ইসলাম( ১৭ ) বাঘের হাট। ৩৪৷ আব্দুল্লাহ মিয়া(  ১৮ ) নীল ফামারী।
শেয়ার করুন

কমেন্ট করুন





পুরাতন খবর খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১