তাহিরপুর প্রতিনিধি::সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় আগামী ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থী হয়ে নৌকা প্রতীকে নির্বাচনে বিজয়ী করতে ৪ নং বড়দল উত্তর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে আওয়ামী লীগের নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ১ নং ওয়াড আওয়ামী লীগের আয়োজনে আজ (১৩ নভেম্বর সোমবার) সন্ধ্যায় ৬ টার সময় বোরখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১ নং ওয়ার্ডে আওয়ামী লীগ সভাপতি হারিছ উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আলী হায়দারের সঞ্চালনায় নির্বাচনী কর্মী সভায় প্রথমে কুরআন তেলাওয়াত করেন মাওলানা জিল্লুর রহমান এবং প্রধান অতিথি বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খান, বিশেষ অতিথি উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আবু সাঈদ, ভারপ্রাপ্ত সভাপতি গোলাম কিবরিয়া, ১ নং ওয়াড আওয়ামী লীগ সম্পাদক আক্তার হোসেন, বড়দল উত্তর ইউনিয়ন যুবলীগ সহ সভাপতি ডাঃ আব্দুল গফুর, ইউনিয়ন কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল হাসান, আওয়ামীলীগকর্মী কুদরত আলী, ২ নং ওয়াডের আওয়ামী লীগ সভাপতি বুরুজ মিয়া, ৯ নং আওয়ামী লীগ ওয়াডের সভাপতি জহিরুল ইসলাম, ৭ নং ওয়াডের আওয়ামী লীগ সভাপতি সেলিম আহমদ, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, ৪ নং ওয়াডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ মিয়া, সাইদুর রহমান প্রমুখ।
নির্বাচনী কর্মী সভায় এসময় ইউনিয়ন বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, আগামী তাহিরপুর উপজেলার ৭ টি ইউনিয়ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে জননেত্রী শেখ হাসিনা যাকেই আমাদেরকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেবেন তাকে আমরা সকল দুঃখ্য কষ্ট ভুলে গিয়ে নির্বাচনে জয়ী করে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেব। এবং আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধরা অব্যাহত রাখতে উপস্থিত সকালের প্রতি অনুরোধ জানান। সেই সাথে আবুল কালাম আজাদের আহবানে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর নৌকা প্রতীকে বিজয়ের লক্ষ্যে অনুষ্ঠিত কর্মী সভায় উপস্থিত সকলেই হাতে হাত রেখে প্রতিজ্ঞাবদ্ধ হয়।
কমেন্ট করুন