শওকত হাসান, তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ-
তাহিরপুরে নবগঠিত উপজেলা ছাত্রলীগ আনন্দ মিছিল করেছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ছাত্রলীগ তাহিরপুর উপজেলা শাখার নবগঠিত ৩০ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন পাওয়ায় বুধবার দুপুরে নবগঠিত তাহিরপুর উপজেলা ছাত্রলীগ কমিটিকে স্বাগত জানিয়ে একটি আনন্দ মিছিল করেছে ।আনন্দ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পশ্চিম বাজার শাহজালাল টাওয়ারের সম্মূখে মিলিত হয়ে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা ছাত্রলীগ সহসভাপতি জাহিদ হাসান রুবেল, আবুল হাসনাত খান কাজল, জুয়েল আহমদ, আবু আলী সানি, যুগ্ম সাধারন সম্পাদক রোমান আহমদ তুষার, রকিব রহমান, রায়হান আহমদ, লুৎফুর রহমান সোহাগ, রাসেল মিয়া, সাংগঠনিক সম্পাদক তারেক আল মামুন, সিরাজুল ইসলাম, মনিরাজ শাহ প্রমূখ।সমাবেশে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে তাহিরপুর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে বাংলাদেশ ছাত্রলীগের সংগঠন শক্তিশালী করে গড়ে তোলার আহবান জানান বক্তারা।
কমেন্ট করুন