তাহিরপুর প্রতিনিধি ::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাটলাই নদীতে পাথর ও কয়লা বোঝাই বাল্কহেড (স্টিল বডি নৌকা) থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) একটি রসিদ দেখিয়ে অস্বাভাবিক পরিমাণ টাকা আদায়ের ঘটনাকে চাঁদাবাজি দাবি করে এর প্রতিবাদে শনিবার (২৭ নভেম্বর) দুপুরে শ্রীপুর উত্তর ইউনিয়নের পাটলাই নদী সংলগ্ন কামালপুর এলাকায় নৌ-মালিক-শ্রমিকেরা কর্মবিরতি ও মানববন্ধন করেছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ নৌ-যান মালবাহী সমবায় সমিতি সভাপতি শফিকুল ইসলাম, সহ-সভাপতি পঙ্কজ তালুকদার, মায়ের দোয়া নৌ-পরিবহনের মালিক জামালগঞ্জ উপজেলার ইলিয়াস মিয়া, জাবের ওয়ান নৌ-পরিবহনের মালিক তাহিরপুর উপজেলার সাজু মিয়া প্রমুখ।
বক্তারা জানান আমরা সাধারণ নৌ-পরিবহন শ্রমিক পেটের দায়ে অনেক অত্যাচার অবিচার সহ্য করে পরিবার পরিজনের সুখের আশায় শ্রম দিয়ে যাচ্ছি। কিন্তু বর্তমানে যে হারে বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত চাঁদাবাজি চলছে তাতে আমাদের পিঠ দেওয়ালে লেগে গেছে, তাই চাঁদাবাজি বন্ধে ভুক্তভোগী নৌ-শ্রমিকদের ডেকে আজকের এই মানববন্ধন। চাঁদা আদায় বন্ধ না হলে অনির্দিষ্ট কালের জন্য নৌ-পরিবহন চলাচল বন্ধ থাকবে বলে বক্তারা হুশিয়ারি দেন।
জানা গেছে, মানববন্ধন চলাকালে পাটলাই নদী দিয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন ট্যাকেরঘাট যাওয়ার পথে নৌ-শ্রমিকদের ডাকে সাড়া দিয়ে শ্রমিকদের যাবতীয় তথ্য প্রমাণ সহ আদালতের আদেশ দেখে বিআইডব্লিউটিএ এর টোল আদায় বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন। এবং সাথে সাথে ইউনিয়ন ভূমি অফিস সহকারী তহসিলদার মো: রুহুল আমিন কে নির্দেশ প্রদান করেন বিআইডব্লিউটিএ’র দায়িত্বে থাকা ব্যক্তিদের টোল আদায় বন্ধ রাখার জন্য।
এ ব্যাপারে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির বলেন, জেলা প্রশাসক মহোদয় আদালতের আদেশ পাওয়া মাত্রই ইউনিয়ন ভূমি অফিস সহকারী তহসিলদার রুহুল আমিন কে নির্দেশ দিয়েছেন সরজমিনে গিয়ে বিআইডব্লিউটিএ’র টোল আদায় বন্ধ করার জন্য।
কমেন্ট করুন