শওকত হাসান, তাহিরপুর প্রতিনিধিঃ-
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইকরণে শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগ এর মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে তাহিরপুর উপজেলার লামাগাঁও বাজারে অনুষ্টিত মতবিনিময় সভায় শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বজলু মিয়ার সভাপতিত্বে ছাত্রলীগ নেতা ছাদিয়ার হোসেন সাইদুরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক অমল কান্তি কর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুগ্ম সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী বিশ্বজিত সরকার, দীপক তালুকদার, নজরুল ইসলাম মাশুক, আতিকুল ইসলাম আতিক, কয়েস মিয়া, আইরিন আক্তার, তৃণমূল পর্যায়ের মিয়া হোসেন, নেতা অঞ্জন তালুকদার, মোফাজ্জল মিয়া, ফজলুল হক, বজলু মিয়া,মো. কয়েস মিয়া প্রমূখ। এ সময় বক্তারা দলের সভানেত্রী শেখ হাসিনা যাহাকে মনোনয়ন প্রদান করেন তাকেই বিপুল ভোটে নির্বাচিত করবেন বলে তাদের বক্তব্যে অঙ্গীকার করেন।
এ ছাড়াও সভায় তাহিরপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আশ্রাউলজামান ইমন, সহ সভাপতি জাহিদ হাসান রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান আহমদ, লুৎফুর রহমান সোহাগ, সাংগঠনিক সম্পাদক মনিরাজ শাহ, প্রমূখ উপস্থিত ছিলেন।
কমেন্ট করুন