তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি
ডিজিটাল বাংলাদেশের অর্জন উপকৃত জনগন শ্লোগান কে সামনে রেখে ৫ম ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী শেষে বঙ্গবন্ধু কনফারেন্স রুমে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির এর সভাপতিত্বে ও সহকারী প্রোগ্রামার ইমরান হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,উপজেলা কৃষি অফিসার মোঃ হাসান উদ দোলা,প্রকৌশলী ইকবাল কবির,উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু জাফর মোঃ সালেহ উদ্দিন ,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন ,মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা রমা কান্ত ,আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম ,যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ ইকবাল কবির ভূঁইয়া ,যুবলীগ নেতা আবু কাশেম ,মিল্লাদ হোসেন ,ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল বাসার প্রমুখ।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ,শিক্ষক-শিক্ষার্থী ,বিভিন্ন রাজনৈতিক ,সামাজিক সাংস্কৃতিক সংঘটনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পরে শিশু শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কমেন্ট করুন