শওকত হাসান, তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ-
তাহিরপুরে জাতীয় যুব দিবস/২০২১ উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রশিক্ষন উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে ‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদশ’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বঙ্গবন্ধু কর্ণারের সামনে মিলিত হয়।
র্যালী শেষে আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইকবাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন,উপজলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর,উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান-উদ-দৌলা,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা তফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রমেদ্র নারায়ন বৈশাখ প্রমূখ।
কমেন্ট করুন