বিশেষ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ছোট ভাইয়ের সেলিম মিয়ার(২৫)কোদালের আগাতে বড় ভাই হারিছ মিয়া(৩৫)নিহত হয়েছে। আজ সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎনাধীন অবস্থায় তিনি মারা গেছে। তিনি উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামের সুবার মিয়ার ছেলে।
স্থানীয় এলাকাবাসী জানায়ায়,গত মঙ্গলবার রাতে পূর্ব বিরোধের জেড় ধরে বড় ভাই হারিছ মিয়ার (৩৫) সাথে ছোট ভাই সেলিম মিয়া (২৫) ঝগড়া ও কথাকাটাকাটির একপ্রর্যায়ে ছোট ভাই সেলিম মিয়া (২৫) বাদাম তোলা কাজে ব্যবহার করা ছোট কোদাল দিয়ে বড় ভাই হারিছ মিয়ার (৩৫) মাথায় আগাত করে। এতে সে গুরুত্ব আহত হলে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে গিয়ে মাথায় সেলাই করিয়ে চিকিৎসা নেয়। এরপরে তার অবস্থা খারাপ হলে গত বৃহস্পতিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায় পরিবারের লোকজন। পরে চিকিৎনাধীন অবস্থায় আজ শনিবার সকালে মারা যায়।
স্থানীয় ইউপি সদস্য সিদ্দিক মিয়া জানান,ঐ ঘটনার স্থানীয় ভাবে মিমাংসা করার আলাপ চলছিল কিন্তু চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকালে মারা গেছে বলে জানতে পেরেছি।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ তরফদার জানান,লোক মারফর শোনেছি এমন একটি ঘটনা ঘটেছে। কিন্তু কোন অভিযোগ এখনও পাইনি। পেলে ব্যবস্থা নেবে।
কমেন্ট করুন