তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ছোট বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে আব্দুল হাসিম(৬৫)নামে এক বৃদ্ধকে হত্যার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত আব্দুল হাসিম উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন বড়গোফ টিলা-কড়ইগড়ার গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। এই ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার সাড়ে ৫টায় সময় উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন বড়গোফ টিলা-কড়ইগড়ার গ্রামের কমিউনিটি ক্লিনিকের সামনে ঘটনাটি ঘটে।
স্থানীয় এলাকাবাসীর জানান,উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন বড়গোফ টিলা-কড়ইগড়ার গ্রামের আব্দুল হাসিমের ছেলে (মাসুকের ছেলে) নাতি সাকিব (১২)সাথে একেই গ্রামের জমির আলীর ছেলে নজির হোসেনের(২৩) সাথে গতকাল মঙ্গলবার (২৩ আগষ্ট) বিকেলে ঝগড়া হয়। এনিয়ে দুপক্ষের উত্তেজনা দেখা দিলে স্থানীয় মেম্বারসহ এলাকাবাসী বসে বিচার শালিসের মাধ্যমে সমাধান করার কথা বলে। কিন্তু এর জের ধরে আজ বুধবার বিকেলে বড়গোফ টিলা-কড়ইগড়ার গ্রামের কমিউনিটি ক্লিনিকের সামনে নিহত আব্দুল হাসিমের সাথে কথা-কাটাকাটি এক প্রর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে খুরশিদ,রাশিদ,জমিরসহ কয়েকজন মিলে হামলা চালায় এসময় ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে। পরে থাকে স্থানীয় বাসিন্দারা ও পরিবারের লোকজন উদ্ধার স্থানীয় চিকিৎসাকের কাছে নিলে থাকে মৃত ঘোষণা করেছে।
ঘটনার পর খবর পেয়ে উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুক মিয়াসহ ইউপি সদস্যগন ঘটনাস্থলে যান।
ইউপি চেয়ারম্যান মোঃ মাসুক মিয়া জানান এই ঘটনাটি খুবেই দুঃখ জনক। নিহতের বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল লতিফ তরফদার জানান ঘটনার খবর পেয়েছি এখন ঘটনাস্থলে উদেশ্য রওনা হয়েছি।
কমেন্ট করুন