সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা আ’লীগের বিবদমান দুই গ্রুপ পৃথকভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকীও জাতীয় শোক দিবস পালন করেছে।সোমবার সকাল থেকে থমথমে পরিস্থিতির মাঝেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্থবক অর্পনও পৃথক পৃথক স্থানে আলোচনা সভা করে আওয়ামীলীগের দুই গ্রুপ।
বেলা ২ টায় ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আলী মরতূজা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও জেলা শ্রমিকলীগের সভাপতি সেলিম আহমদের নেতৃত্বে তাহিরপুর বাজারে শোক দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্টিত হয়।উপস্থিত ছিলেন উপজেলার আ’লীগের বৃহদাংশের নেতাকর্মীরা।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ উপজেলা কমিটির সভাপতি আবুল হোসেন খাঁন ও সাধারন সম্পাদক অমল কর এর বিরোদ্বে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকায় কমিটির বৃহদাংশের নেতাকর্মীরা পৃথকভাবে শোকসভা পালন করেছেন বলে জানান।
অন্যদিকে উপজেলা পরিষদ প্রাঙ্গনে আওয়ামী লীগের অপরপক্ষ শোক দিবসের আলোচনা সভা পালন করে।এতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন।সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান।
কমেন্ট করুন