তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে অপরাজিতা নারীদের বিষয় ভিত্তিক বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উন্নয়ন সংস্থা প্রিপ ট্রাস্ট এর উদ্যোগে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আয়োজনে সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের অপরাজিতা নারী , সরকারী কর্মকর্তা, এনজিও কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। তাহিরপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগমের সভাপতিত্বে উন্নয়ন সংস্থা প্রিপ ট্রাস্টের তাহিরপুর উপজেলা সমন্বয়কারী মাহবুব আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা রবিউল করিম, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমাকান্ত দাস, তথ্য আপা প্রকল্পের ব্যবস্থাপক সাবিনা ইয়াসমিন, উন্নয়ন সংস্থা প্রিপ ট্রাস্টের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর আব্দুর রাজ্জাক, সাংবাদিক শওকত হাসান, এনজিও সংস্থা সনক্রেটের এফএলও তোফায়েল হোসাইন, তাহিরপুর সদর ইউপি সদস্য আব্দুল হেকিম, বালিজুরী ইউপি সদস্য রেনু মিয়া, সংগীত শিল্পী প্লাবন, অপরাজিতা নারী কামরুন নেছা চৌধুরী, রেভা আক্তার প্রমূখ।
সভায় বক্তারা নারীদের রাজনৈতিক দলের বিভিন্ন কমিটিতে অংশ গ্রহনের জন্য পরামর্শ দেন।
কমেন্ট করুন