লতিফুর রহমান রাজু , সুনামগঞ্জ:
মহান বিজয় দিবস-২০২১ উদ্যাপন উপলক্ষে ডলুরা শহীদ মুক্তিযোদ্ধা সমাধিতে বুধবার ১৫ ডিসেম্বর, সকালে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক, মোঃ জাহাঙ্গীর হোসেন। এ সময় পুলিশ সুপার, সুনামগঞ্জ, মোঃ মিজানুর রহমান বিপিএম; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তামিম আল ইয়ামীন; সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ খায়রুল হুদা;চপল উপজেলা নির্বাহী অফিসার, সুনামগঞ্জ সদর, ইমরান শাহারীয়ার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জয়নাল আবেদীন; মহিলা ভাইস চেয়ারম্যান, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নিগার সুলতানা; আব্দুর রশিদ চেয়ারম্যান, জাহাঙ্গীরনগর ইউনিয়ন বীর মুক্তিযোদ্ধা মোকসুদ আলী; বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করা হয়।
কমেন্ট করুন