সাইফ উল্লাহ স্টাফ রিপোর্টার ঃ-
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামালগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক পাওয়ার জন্য ইউনিয়নের হাওরের গ্রামে গ্রামে ঢ়ুরে বেড়াচ্ছেন মুক্তিযোদ্ধার সন্তান, সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মারজানা ইসলাম শিবনা।
নির্বাচনকে সামনে রেখে তিনি ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে মহিলাদের নিয়ে উঠান বৈঠক করছেন এবং রাজনীতিতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। মারজানা ইসলাম শিবনা তাঁর ইউনিয়নের মানুষের সুখে দুঃখে সব সময় পাশে থাকতে ভাল বাসেন। চলতি বছরের বন্যার সময় তিনি তা প্রমাণ করেছেন। তিনি এলাকার উন্নয়নে পুরুষের পাশাপাশি কাজ করে যাচ্ছেন। সর্বদলীয়সম্প্রীতি উদ্যোগ জামালগঞ্জ পিএফজির একজন সদস্য হিসিবে তিনি অহিংস রাজনীতি ও অসাম্প্রদায়িক জামালগঞ্জ গঠনে কাজ করে যাচ্ছেন।হাওরর মানুষের আয়েল একমাত্র উৎস হাওরের বোরো ধান। হাওর রক্ষার জন্য প্রতি বছর জামালগঞ্জে কোটি টাকার বাঁধ তৈরী ও মেরামত করা হয়। শিবনা বাঁধ মেরামতের সময় হাওরে হাওরে বাঁধ পরিদর্শণ করেন।
নির্বাচন নিয়ে শিবনা বলেন, আমি আওয়ামী পরিবারের সন্তান। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে দেশের প্রতি আমার দায়িত্ব বেশী। তাই মানুষের প্রয়োজনে নিজেকে নিবেদিত করেছি। আমি মনে করি মানুষের সেবার সব চেয়ে ভাল রাস্তা হচ্ছে জনপ্রতিনিধি হওয়া। সেই লক্ষকে সামনে রেখে আমি আগামী জামালগঞ্জর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার জন্য কাজ করছি। নির্বাচনে যেগেতু দলীয় প্রার্থী দেওয়া হবে সেহেতু আমি নৌকা প্রতীক পাওয়ার জন্য দলে ও ইউনিয়নের মানুষের সাথে কাজ করছি। আশা করি আওয়ামী লীগ জামালগঞ্জ সদর ইউনিয়নে আমাকে নৌকা্ উপহার দেবেন। আমি নৌকার বিজয় উপহার দেবো।
কমেন্ট করুন