সাইফ উল্লাহ,স্টাফ রিপোর্টার ঃ-
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার আসন্ন ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে উঠান বৈঠকের মাধ্যমে ইউনিয়ন ব্যাপি নির্বাচনী প্রচার প্রচারণা তুঙ্গে রয়েছেন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ও মদন মোহন কলেজের সাবেক তুখোর ছাত্রনেতা, বর্তমানে সিলেট জেলা যুবলীগ নেতা তানভীর কবির চৌধুরী সুমন। রবিবার দুপুরে জানাযায়, জামালগঞ্জ উপজেলার ৩নং ফেনারবাক ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী। তিনি ফেনার বাক ইউনিয়নের ফেনারবাক গ্রামে মিজবাহুল কবির চৌধুরী ছেলে তানভীর কবির চৌধুরী সুমন। সুমন আওয়মীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী। হাট বাজার, চায়ের দোকান ও পাড়া মহল্লায় নির্বাচনী আলোচনায় জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন নৌকার মনোনয়ন প্রত্যাশী এই যুবক। তিনি ইউনিয়নের ফেনারবাক, শান্তিপুর, লক্ষীপুর, গজারিয়া, সেলিমগঞ্জ, মাতারগাও, রাজাপুর, হঠামারা, নাজিম নগর, বীনা জোরা সহ বিভিন্ন স্থানে উঠান বৈঠকের মাধ্যমে প্রচার চালিয়ে যাচ্ছেন।
তার কর্মী সমর্থকদের ভাষ্যমতে, তিনি আওয়ামী রাজনীতীর একনিষ্ট কর্মী হিসাবে প্রতিটি আন্দোলন সংগ্রামে অগ্রনী ভুমিকা রেখে দলীয় কাজ পরিচালনা করে যাচ্ছেন। পরিচ্ছন্ন রাজনীতীবিধ ও সাদা মনের মানুষ হিসাবে সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছেন। আসন্ন ফেনারবাক ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক নৌকা’র মনোনয়ন প্রত্যাশীগণের মধ্যে তিনিই একমাত্র তরুণ বটে। তাহার দৃঢ়তা স্থীরতা, নম্রতা ভদ্রতা, সামাজিকতা, পারিবারীক ঐতিহ্য ও ব্যাক্তিগত আচার আচরণের কারণেই ইউরিয়ন ব্যাপি রয়েছে ব্যাপক সমর্থন ও পরিচিতি। তারুণ্যের প্রতিক এই নেতা দলীয় মনোনয়ন পেলে নৌকা’র বিজয় সুনিশ্চিৎ।
মনোনয়ন প্রত্যাশী তানভীর কবির চৌধুরী বলেন, জামায়ত শিবিরের নির্যাতিত হয়েও ছাত্র রাজনিতিতে হাল ছাড়িনী, পারিবারীক ঐতিহ্য বলে বলীয়ান হওয়া সত্বেও অতি সাধারণ ভাবে মিশে আছি, সাধারণ মানুষের পাশে। ইউনিয়ন বাসী আমর শক্তি, আমার বল। বঙ্গবন্ধুকে অনুসরন করেই আজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভুদ্ধ হয়ে এবং জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ লালন করে বাংলাদেশ আওয়ামী লীগের চায়াতলে কৈশোর ও যৌবন অতিবাহিত করেছি। রাজনীতীর এমন বৈরীতা ও প্রতিকুলতা সত্বেও ত্যাগী নেতাদের উদ্দেশ্যে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা সহ দলীয় হাই কমান্ডের নির্দেশনা আমাকে নৌকা’র মনোনয়ন প্রত্যাশী হতে উদ্ভোদ্ধ করেছে। ইতিমধ্যে ক্ষমতাসীন বলয়ের প্রচার প্রকাশনায় প্রতীক প্রাপ্তির নিশ্চয়তা চ্যালেঞ্জ আকারে ছুরে দেওয়া হচ্ছে। তবে আমার বিশ্বাস, উপজেলা, জেলা হয়ে চুড়ান্ত মনোনয়ন পর্যন্ত প্রতি ধাপেই পরিচ্ছন্ন রাজনীতীর প্রতিফলন ঘটবে। এবং দলীয় হাই কমান্ড তৃণমুলের ত্যাগী ও আদর্শবান নেতাদের খুজে বের করে তবেই নিশ্চিৎ করবেন চুড়ান্ত মনোনয়ন।
কমেন্ট করুন