বিশেষ প্রতিনিধিঃ-সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষনের অভিযোগে চাচাতো ভাই মিজানুর মিয়া (২৫) কে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ । মঙ্গলবার সন্ধ্যায় তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ তরফদার অভিযান চালিয়ে ধর্ষকের নিজ বাড়ি সোহালা গ্রাম থেকে তাকে আটক করে। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল লতিফ তরফদার ধর্ষক মিজানুর মিয়াকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতর বিরুদ্ধে তাহিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা নেয়া হয়েছে। আটককৃত ধর্ষক মিজানুর মিয়া উপজেলার বাদাঘাট ইউনিয়নের সোহালা গ্রামের জাহের মিয়া ছেলে। উল্লেখ্য, গত শনিবার রাত ৮টায় উপজেলার বাদাঘাট ইউনিয়নের সোহালা গ্রামে খালি ঘর পেয়ে চাচাতো বোনকে ধর্ষণ করে মিজান মিয়া। ধর্ষিতার বাবা জানায়, ব্যবসার কাজে বাড়ির বাহিরে ছিলাম। রাতে বাড়িতে এসে শুনলাম খালি ঘর পেয়ে মিজানুর মিয়া(২৫) ঘরের ভিতরে প্রবেশে করে দরজা বন্ধ করে জোড় করে আমার মেয়েকে ধর্ষন করে। এরপর মেয়ের মা বাড়ি ফিরলে শিশুটি শারিরীক ও মানষিক অবস্থা অস্বাভাবিক দেখে তার মা জানতে চাইলেন সে ঘটনাটি জানায়। পরে পাড়া-প্রতিবেশীদের জানিয়ে রবিবার দুপুরে তাহিরপুর থানায় নিয়ে যাই। আমি এ ঘটনার কঠিন বিচার চাই।
কমেন্ট করুন