লতিফুর রহমান রাজু,সুনামগঞ্জ:ঘরে বসে নয় ক্ষতিগ্রস্ত বাঁধের প্রাক্ষলন সরেজিমনে তৈরী করুন। ফসল সুরক্ষায় বাঁধের নামে অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করে সরকারের টাকা লুটপাটের পায়তারা করতে দেয়া যাবে না। যারা বিগত অর্থ বছরে ভালো কাজ করেছেন কাজ অনুপাতে অভিলম্বে তাদের বিল পরিশোধ করতে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্টদের তাগাদা জানিয়েছেন হাওর বাঁচাও আন্দোলনে নেতৃবৃন্দ।
সোমবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্ট মানববন্ধনে এই দাবি জানান তারা।
আয়োজিত মানববন্ধন বক্তারা জানান, বাঁধ নির্মাণে কৃষকের সমন্বয় গঠিত পিআইসি প্রদ্ধতি বিলুপ্ত কর পুনরায় ঠিকাদারী প্রতা নিয়ে আসতে গভীর ষড়যন্ত্র চলছে। বাঁধ নির্মাণে কাজে কৃষকদের নিরুৎসাহী করতে অপতৎপরতা চলছে। বছর পার হয়ে গেলে অনেক প্রকল্পের বিল পরিশোধ করা হচ্ছে না। কাজ অনুপাতে বিল পরিশোধ দাবি জানা তারা।
বক্তারা বলেন, গত বছরের নির্মিত অনেক বাঁধ অক্ষত রয়েছে। কিছু কিছু বাঁধ ক্ষতি গ্রস্ত হয়েছে সংস্কার প্রয়োজন। তাই সরেজমিনে বাঁধ পরিদর্শন করে ডিসেম্বরের আগে পিআইসি গঠনের জন্য সংশ্লিষ্টদের তাগাদা জানান তারা।
মানববন্ধনে সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক সুখেন্দু সেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজু আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি চিত্ত্ব রঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, সাংগঠনিক সম্পাদক একে কুদরত পাশা, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শহীদনূর আহমেদ, কৃষক বাবলু মিয়া প্রমুখ।
মানববন্ধনে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও হাওর পাড়ের কৃষকগণ উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বিকাশ রঞ্জন চৌধুরী ভানু, সদস্য আনোয়ার হোসেন, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আবু সাইদ, সদর উপজেলা কমুটির সভাপতি স্বপন দাস, সহ সভাপতি চন্দন রায়, তসকির আলী, মমিনুল ইসলাম, অরুন দেব প্রমুখ।
কমেন্ট করুন