সালেহ আহমদ, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধ: খেলাধুলায় মানুষের মন ও শরীর ভালো থাকে এবং নানা অপকর্ম থেকে নিজেকে ও সমাজকে সুরক্ষা রাখে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে খেলাধুলা প্রসারের জন্য বিশেষ প্রাধান্যতা দিয়েছিলেন। এখন তৃণমূল থেকে শুরু করে জাতীয় পর্যায়ে খেলাধুলা চর্চা জোরালো ভাবে হচ্ছ। তা সম্ভব হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানে।
এ কথাগুলো সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোঃ মাকসুদ চৌধুরী বিশ্বম্ভরপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন।
মঙ্গলবার (২০ জুন) দুপুরে বিশ্বম্ভর পুর উপজেলা প্রশাসন প্রাঙ্গণে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণীতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদিউর রহিম জাদিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোঃ মাকসুদ চৌধুরী।
অনুষ্ঠানে বিজয়ী ফতেপুর ইউনিয়ন একাদশকে ও রানার আপ বাদাঘাট দক্ষিণ একাদশকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার হিসেবে কাপ তুলে দেন প্রধান অতিথি।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শিল্পী রানী মোদক, থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল আলম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বেনজির আহমদ মানিক, বিশ্বম্ভরপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু, বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান এডভোকেট ছবাব মিয়া, ফতেপুর ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সোহাগ মিয়া, সদস্য জাহাঙ্গীর আলমসহ ক্রীড়া মোদী দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে প্রধান অতিথি জেলা প্রশাসক প্রধানমন্ত্রীর কার্যালয়ে হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষ কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ভুক্ত শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ করেন। এছাড়া জেলা প্রশাসক বিভিন্ন অফিস পরিদর্শন করেন।
কমেন্ট করুন